BJP: উলটপুরাণ! এতদিন দিল্লির নেতারা আসতেন, এবার তাদের হয়ে প্রচারে লকেট-শুভেন্দুরা

Pradipto Kanti Ghosh | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 26, 2025 | 9:27 AM

Delhi Assembly Election 2025: দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশি মারলেনার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন রমেশ বিধুরি। নানা বিতর্কিত মন্তব্য করে বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি। তাঁকেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী করেছে পদ্ম শিবির।

BJP: উলটপুরাণ! এতদিন দিল্লির নেতারা আসতেন, এবার তাদের হয়ে প্রচারে লকেট-শুভেন্দুরা
নির্বাচনী প্রচারে রমেশ বিধুরী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: আর দিন কয়েক পরই দিল্লি বিধানসভা নির্বাচন। এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। শাসক দল আম আদমি পার্টির সঙ্গে কেন্দ্রের শাসক বিজেপির লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে। এবার দিল্লির নেতাদের হয়ে প্রচারে যাচ্ছেন বঙ্গ বিজেপির নেতৃত্বরা। বিজেপি নেতা রমেশ বিধুরি হয়ে ভোট প্রচারে যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়।

শনিবার দিল্লির কলকাজি গোবিন্দপুরীতে রমেশ বিধুরির সমর্থনে জনসভা ও দলীয় বৈঠক করেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশি মারলেনার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন রমেশ বিধুরি। নানা বিতর্কিত মন্তব্য করে বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি। তাঁকেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী করেছে পদ্ম শিবির। প্রার্থী হওয়ার পর অতিশি ও তাঁর পরিবারের বিরুদ্ধেও নানা বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এবার সেই রমেশ বিধুরির হয়ে ভোটপ্রচারে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক লকেট।

আগামী সপ্তাহের শুরুর দিকেই দিল্লির ভোট প্রচারে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীরও। আগামী ২৮-২৯ জানুয়ারি বা ২৯ ও ৩০ জানুয়ারি দিল্লি যেতে পারেন তিনি। লকেট ছাড়াও বঙ্গ বিজেপির আরেক মহিলা মুখ অগ্নিমিত্রা পলেরও দিল্লি বিধানসভা ভোটে দলের হয়ে প্রচারে যাওয়ার কথা রয়েছে বলেই খবর।

Next Article