ED: ইডিকে নোটিস দিল সুপ্রিম কোর্ট, জামিন চাইলেন মানিক-পুত্র
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পর তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে সৌভিক ভট্টাচার্যকেও নোটিস দেয় ইডি। দু'জনই আত্মসমর্পণ করেছিলেন। জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। শতরূপা ইতিমধ্যেই জামিন পেয়েছেন। এবার সৌভিক জামিন পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন।

নয়াদিল্লি: ইডিকে নোটিস সুপ্রিম কোর্টের। মানিক ভট্টাচার্যের ছেলের জামিন মামলায় ইডিকে নোটিস দেশের শীর্ষ আদালতের। জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য। দেশের শীর্ষ আদালতে গিয়ে জামিন চেয়েছেন তিনি। তাঁর এই আবেদনের প্রেক্ষিতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে নোটিস ইস্যু করল শীর্ষ আদালত। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার এজলাসে মামলার শুনানি হয়।
সৌভিক ভট্টাচার্যের জামিনের আবেদনের বিরোধিতা করে ইডির তরফে জানানো হয়, আদালতের নির্দেশে সৌভিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। যদিও গ্রেফতারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন সৌভিক ভট্টাচার্যের আইনজীবী মুকুল রোহতগি। বিচারপতি বেলা এম ত্রিবেদী সৌভিকের বাবা মানিক ভট্টাচার্য ও মা শতরূপা ভট্টাচার্যের তদন্ত সম্পর্কে জানতে চান। আইনজীবী রোহতগি জানান, মানিক ভট্টাচার্য জেলে আছেন। শতরূপা ভট্টাচার্য জামিন পেয়েছেন। এরপরই ইডিকে নোটিস জারি করে আদালত।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পর তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে সৌভিক ভট্টাচার্যকেও নোটিস দেয় ইডি। দু’জনই আত্মসমর্পণ করেছিলেন। জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। শতরূপা ইতিমধ্যেই জামিন পেয়েছেন। এবার সৌভিক জামিন পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন।
