
নয়া দিল্লি: হাইভোল্টেজ বুধবার আজ। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার।আজই হিসাব হবে কে সরকার গড়বে, কে সরকার ভাঙবে। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA)। তবে ইন্ডিয়া জোটও (INDIA Alliance) খুব একটা পিছিয়ে নেই। ২৩৪ আসন পেয়েছে ইন্ডিয়া জোট। তারা যদি চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) ও নীতীশ কুমার(Nitish Kumar)-কে জোটে টানতে পারে, তবে তারাও সরকার গড়তে পারে অন্যান্য় দলগুলির সমর্থন নিয়ে। এই পরিস্থিতিতেই দেশের নজর জোড়া বৈঠকে।
আজ, বিকেল চারটেয় বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA)। সূত্রের খবর, ইতিমধ্যেই স্পিকার পদের দাবি জানিয়েছে জোটসঙ্গী টিডিপি (TDP) এবং জেডিইউ (JDU)। স্বরাষ্ট্র, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দিকেও চোখ শরিকদের।
জোটের রাজনীতি কেমন হবে, তা স্পষ্ট হবে আজকের এনডিএ বৈঠকেই। যদিও আজই এনডিএ বৈঠকে মোদির হাতে লেটার অব সাপোর্ট (Letter of support) তুলে দিতে চলেছেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু এবং নীতীশ কুমাকে কতটা তুষ্ট করতে পারছে বিজেপি, তার উপরেই পরবর্তী চাল ঠিক করবে বিরোধী শিবির।
সূত্রের খবর, ইতিমধ্যেই নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস। সরকার গঠনে পদক্ষেপ নাকি বিরোধী আসনে বসবে, তা ঠিক হবে ইন্ডিয়া জোটের বৈঠকে। জানা গিয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসন থাকা সত্ত্বেও শরিক-সহযোগীদের গুরুত্ব দিয়েই পথ চলা শুরু করতে চাইছে কংগ্রেস।
তবে সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তার জায়গায় প্রতিনিধি হিসাবে যাবেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ের পরও কংগ্রেসের ফোন আসেনি, এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়া জোটে অত্যন্ত সক্রিয় প্রবীণ নেতা শরদ পওয়ার। গতকালই ফল প্রকাশের পর তিনি ফোনে কথা বলেছেন মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, স্ট্যালিন-সহ একাধিক নেতার সঙ্গে।
অন্যদিকেস দিল্লি ও পঞ্জাবে ভরাডুবির পর কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটে আম আদমি পার্টি থাকবে কি না, তার দিকেও নজর রাজনৈতিক মহলের।