Census: নির্বাচনের আগেই জনগণনা হওয়া উচিত, পাল্টা দাবি তুললেন নীতীশ

Nitish Kumar: মহিলা সংরক্ষণ বিলও অবিলম্বে কাযকর করার দাবি জানান বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "মহিলা সংরক্ষণ বিল লোকসভায় বিল পাশ হয়ছে। এটা দ্রুত কার্যকর করতে হবে। যদি এটা জরুরি ভিত্তিতে কার্যকর করা যায়, তাহলে খুব ভাল হবে।" অবিলম্বে আদমশুমারি করারও দাবি জানান তিনি।

Census: নির্বাচনের আগেই জনগণনা হওয়া উচিত, পাল্টা দাবি তুললেন নীতীশ
জনগণনা নিয়ে পাল্টা প্রশ্ন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 6:01 PM

পটনা: আগামী বছর লোকসভা নির্বাচনের পর জনগণনা হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন বিহারের মুখ্যমন্ত্রী তথা JD(U) নেতা নীতীশ কুমার। ২০২৪ নয়, অবিলম্বে জনগণনা হওয়া উচিত বলে দাবি জানালেন তিনি (Nitish Kumar)। প্রতি ১০ বছর অন্তর দেশে জনগণনা হয়। সেই হিসেব মোতাবেক ২০২১ সালে জনগণনা সম্পূর্ণ হওয়া উচিত ছিল বলে জানান নীতীশ কুমার। কিন্তু, করোনা মহামারির জন্য সেই সময় আদমসুমারি হয়নি। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে জানিয়ে কটাক্ষের সুরে নীতীশ কুমার বলেন, “দেশে প্রথমবার জনগণনা হতে এত দেরি হচ্ছে।” এরপরই তাঁর প্রশ্ন, “২০২৪ লোকসভা ভোটের জন্য অপেক্ষা কেন? কেন এখন নয়? আদমসুমারী অবিলম্বে শুরু হওয়া উচিত। আর দেরি করা উচিত নয়।”

আদমসুমারীর পাশাপাশি জাতির ভিত্তিতে জনগণনারও দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা আদমসুমারির সঙ্গে জাতির ভিত্তিতেও জনগণনা করতে চাই। কিন্তু, কেন্দ্র সম্মত হচ্ছে না।” জাতির ভিত্তিতে জনগণনা হলে পিছিয়ে পড়া শ্রেণিকে চিহ্নিত করা যাবে এবং সকলে উপকৃত হবে বলেও জানান বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পিছিয়ে পড়া অংশ থেকে সমাজের প্রতিটি শ্রেণির জন্য উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে। কোন এলাকার উন্নয়ন করতে হবে, সেটাও জানা যাবে।”

অন্যদিকে, মহিলা সংরক্ষণ বিলও অবিলম্বে কাযকর করার দাবি জানান বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মহিলা সংরক্ষণ বিল লোকসভায় বিল পাশ হয়ছে, এটা কার্যকর করার বিষয়ে কী ভাবা হচ্ছে? মহিলা সংরক্ষণের প্রস্তাব দ্রুত কার্যকর করতে হবে। যদি এটা জরুরি ভিত্তিতে কার্যকর করা যায়, তাহলে খুব ভাল হবে।”

প্রসঙ্গত, সংসদের নিম্নকক্ষে বুধবার এক-তৃতীয়াংশ ভোটে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। কিন্তু, সংসদে বিল পাশ হলেও এটা কার্যকর করা এখনই সম্ভব নয়। কেননা প্রতিটি রাজ্যের বিধানসভায় আসন পুনর্গঠন করতে হবে। আর সেটা সম্ভব আদমসুমারির পর। আর আদমসুমারি আগামী বছর লোকসভা ভোটের পর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “আমি সবসময় মহিলা আসন সংরক্ষণে সমর্থন জানিয়েছি। আমাদের সরকার যতটা সম্ভব মহিলা প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করছে।”