Indian Railways: দুটো কাকের তুমুল ঝগড়া-মারপিট, তার জন্য প্রায় ৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকল এক্সপ্রেস ট্রেন! যাত্রীদের কান্নাকাটির অবস্থা…
Railways: দুই কাকের মধ্যে তুমুল ঝগড়া, আর তার জেরে ট্রেন দাঁড়িয়ে থাকল ৩ ঘণ্টা ৪০ মিনিট। ঘটনাটি ঘটেছে শনিবার। চরম সমস্যায় পড়েন ট্রেনের যাত্রীরা।

পটনা: নিত্যদিন ট্রেনে সমস্যা। কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও আবার কুয়াশার কারণে ট্রেন লেট। হাইটেনশন তার ছিড়েও দিনকয়েক আগেই তুলকালাম কাণ্ড বেঁধেছিল বারুইপুরে। কিন্তু দুটো কাকের ঝগড়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা ট্রেন দাড়িয়ে আছে, এমন কখনও শুনেছেন?
গল্প মনে হলেও, এটাই সত্যি। দুই কাকের মধ্যে তুমুল ঝগড়া, আর তার জেরে ট্রেন দাঁড়িয়ে থাকল ৩ ঘণ্টা ৪০ মিনিট। ঘটনাটি ঘটেছে শনিবার। বিহারের খাজাউলি-জয়নগর-দ্বারভাঙ্গা রেল সেকশনের খাজাউলি রেলওয়ে স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে জানকি এক্সপ্রেস। চরম সমস্যায় পড়েন ট্রেনের যাত্রীরা। যখন জানতে চান, কেন এতক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে, রেল আধিকারিকদের উত্তর শুনে মাথা ঘুরিয়ে যাওয়ার জোগাড়।
জানা যায়, আউটার সিগন্যালের কাছে হাইটেনশন তার ছিড়ে গিয়েছে। সেই কারণেই বন্ধ ট্রেন চলাচল। আর এই তার ছেড়ার জন্য দায়ী দুই কাক! যারা নিজেদের মধ্যে ঝগড়া-মারপিট করতে করতে হাইটেনশন তারের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে পুড়ে যায় তারা, এদিকে ছিড়ে যায় তারও।
বিদ্যুৎ সংযোগ না পেয়েই ইমার্জেন্সি ব্রেক কষেন লোকো পাইলট, দাঁড়িয়ে যেতে হয় জানকি এক্সপ্রেসকে। এরপরে রেলের আধিকারিকদের খবর দেওয়া হয়। ৩ ঘণ্টারও বেশি সময় মেরামতির পর অবশেষে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়। জানা গিয়েছে, ভোর ৫টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ পর্যন্ত জানকি এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল।





