AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi VIDEO: ভোটার অধিকার যাত্রায় রাহুলকে জড়িয়ে চুমু সমর্থকের, তারপর কী হল, দেখুন…

Voter Adhikar Yatra: বিহারের পুর্ণিয়া-আরারিয়া রুটে ভোটার অধিকার যাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভোটার অধিকার যাত্রার মাঝে রাহুল গান্ধীকে জড়িয়ে ধরে চুমু খেলেন এক সমর্থক। আর তারপরে যা ঘটল, তা তো আরও চোখ কপালে তুলবে...

Rahul Gandhi VIDEO: ভোটার অধিকার যাত্রায় রাহুলকে জড়িয়ে চুমু সমর্থকের, তারপর কী হল, দেখুন...
রাহুল গান্ধীকে চুমু সমর্থকের।Image Credit: X
| Updated on: Aug 25, 2025 | 8:13 AM
Share

পটনা: মাস কয়েক পরই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে কংগ্রেস। বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রা করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এরই মধ্যে এমন এক ঘটনা ঘটল, যা নিয়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। ভোটার অধিকার যাত্রার মাঝে রাহুল গান্ধীকে জড়িয়ে ধরে চুমু খেলেন এক সমর্থক। আর তারপরে যা ঘটল, তা তো আরও চোখ কপালে তুলবে…

বিহারের পুর্ণিয়া-আরারিয়া রুটে ভোটার অধিকার যাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সেখানেই হঠাৎ রাহুলের নিরাপত্তারক্ষীদের টপকে এক সমর্থক তাঁর বাইকের পাশে চলে আসেন এবং রাহুলকে জড়িয়ে ধরে, তাঁর কাঁধে চুমু খান।

ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই সরিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। ওই ব্যক্তি ফের রাহুল গান্ধীর দিকে যেতে চাইলে, নিরাপত্তারক্ষীরা তাঁকে চড় মারে। ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। গোটা ঘটনাটাই ধরা পড়েছে ভিডিয়োয়।

এই ঘটনাতে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে যেমন লোকসভার বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনই আবার অনেকেই আবার ওই ব্যক্তিকে রাহুলের নিরাপত্তারক্ষীদের চড় মারা নিয়ে আপত্তি জানিয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ অগস্ট বিহারের সাসারাম থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। ১৬ দিনে মোট ২০টি জেলায়, ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন রাহুল। ১ সেপ্টেম্বর পটনায় বিরাট জনসভা করবেন রাহুল। বিহারে এসআইআরের মাধ্যমে ভোটারদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ।