BJP’s Strategy for UP Polls: তৃণমূলস্তরে জনসংযোগে বিশেষ জোর, কোমর বেঁধে প্রচারে নামছেন শাহ-নাড্ডা-সিং জুটি
BJP Trio's Planning for for UP Polls: আগামী ২৫ নভেম্বর সীতাপুর ও জৌনপুরে যে বুথ সভাপতিদের কনফারেন্স রয়েছে, তাতে যোগ দিতে পারেন রাজনাথ সিং। আগামী ২২ ও ২৩ নভেম্বর উত্তর প্রদেশে থাকবেন জেপি নাড্ডা।
নয়া দিল্লি: ভোটমুখী উত্তর প্রদেশে(Uttar Pradesh) নির্বাচনী প্রচারে কোনও প্রকার খামতি রাখতে চাইছে না শাসক দল বিজেপি(BJP)। তৃণমূল স্তরে পৌঁছে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এ বার ময়দানে নামছেন অমিত শাহ(Amit Shah), জেপি নাড্ডা (JP Nadda) ও রাজনাথ সিং(Rajnath Singh)-ও। সূত্রের খবর, মোট ছয়টি অঞ্চলকে বিশেষ নজরে রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির তিন শীর্ষ নেতৃত্বকে দিয়েই গোটা উত্তর প্রদেশ চষে ফেলতে চাইছে বিজেপি। কেবল বড় শহরে জনসভা নয়, প্রত্যন্ত অঞ্চলগুলির মানুষদের কাছেও পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। উত্তর প্রদেশের পশ্চিম ভাগ ও বৃন্দাবন এলাকায় যেমন প্রচার চালাবেন অমিত শাহ, তেমনই উত্তর প্রদেশের উত্তরাঞ্চলে প্রচারের দায়িত্ব পেয়েছেন রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র নির্বাচনী কেন্দ্র বারাণসীতেও প্রচার সামলাবেন তিনি। অন্য়দিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কানপুর ও গোরক্ষপুর থেকে যাবতীয় প্রচার চালাবেন, যা মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের গড় হিসাবেই পরিচিত।