লক্ষ্য ২২-এ বাজিমাত, বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক তৈরি ৫ রাজ্যের নির্বাচনী ব্লু-প্রিন্ট

BJP Party Meeting: আগামী বছর পাঁচ রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার প্রস্তুতি নিয়েই এ দিনের বৈঠকে আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে।

লক্ষ্য ২২-এ বাজিমাত, বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক তৈরি ৫ রাজ্যের নির্বাচনী ব্লু-প্রিন্ট
বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। ছবি: টুইটার।
Follow Us:
| Updated on: Jun 26, 2021 | 4:19 PM

নয়া দিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই পাঁচ রাজ্যের নির্বাচনের পালা মিটতেই ফের প্রস্তুতি শুরু কেন্দ্রের শাসকদলের অন্দরে। কারণ আগামী বছরই উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় বিধানসভা নির্বাচন (Assembly Election 2022) রয়েছে। তার আগেই নির্বাচনের ব্লু-প্রিন্ট তৈরি করতে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্‍প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও।

কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদল নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। আজকের বৈঠকের খবর মিলতেই ফের সেই জল্পনাতেই হাওয়া লেগেছিল। তবে দলীয় সূত্রে জানানো হয়, মূলত পাঁচ রাজ্যে নির্বাচনের প্রস্তুতি, সেখানের রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রীত্বরা। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্‍প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, স্মৃতি ইরানি ও কিরণ রিজ্জু।

বৈঠক শেষে এক বিজেপি নেতা জানান, আগামী বছর পাঁচ রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার প্রস্তুতি নিয়েই এ দিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। পাঁচ রাজ্যের মধ্যে কেবল পঞ্জাবেই বিজেপি ক্ষমতায় না থাকায়, সেখানে কীভাবে কংগ্রেসকে হটিয়ে গদি দখল করা যায়, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা করা হয়।

এছাড়া উত্তর প্রদেশ নিয়েও বিশেষ জোর দিচ্ছে বিজেপি। করোনা মোকাবিলায় যেভাবে রাজ্যের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়েও যে অসন্তোষ তৈরি হয়েছে, তারফলে আসন্ন নির্বাচনেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই আজকের বৈঠকে উত্তর প্রদেশের নির্বাচনের প্রস্তুতির উপরও বিশেষ জোর দেন কেন্দ্রীয় নেতৃত্বরা, এমনটাই সূত্রের খবর।

বৈঠকে সরকার ও দলের মধ্যে সমন্বয় এবং কীভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সর্বাধিক সংখ্যক মানুষের উন্নয়ন করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন: শত্রুদের ভয় ধরিয়ে ৪৫ কিমি দূরের বস্তুকেও ধ্বংস করবে ‘পিনাকা’, সাফল্যের পালক ডিআরডিও-র মুকুটে