শত্রুদের ভয় ধরিয়ে ৪৫ কিমি দূরের বস্তুকেও ধ্বংস করবে ‘পিনাকা’, সাফল্যের পালক ডিআরডিও-র মুকুটে
Pinaka Rocket Launch: বৃহস্পতিবার ও শুক্রবার ওড়িশার চাঁদিপুর সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মোট ২৫টি পিনাকা রকেট উৎক্ষেপণ করা হয়।
ভূবনেশ্বর: একচি রকেটেই মাঝ আকাশে শত্রুকে কাবু করবে ভারত। শুক্রবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO)-তরফে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেট(Pinaka Rocket)-র পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল। ৪৫ কিমি দূরের কোনও লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে সক্ষম এই রকেট প্রতিরক্ষাবাহিনীর ক্ষমতা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার ও শুক্রবার ওড়িশার চাঁদিপুর সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মোট ২৫টি পিনাকা রকেট উৎক্ষেপণ করা হয়। শুক্রবার ডিআরডিও(DRDO)-র তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পিনাকা রকেটের আধুনিক রূপ ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কোনও লক্ষ্যবস্তুকেও সহজেই ধ্বংস করে দিতে পারে। পিনাকা রকেটের নতুন ভার্সনের পাশাপাশি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার (Multi-Barrel Rocket Launcher) থেকেও ১২২ এমএম ক্যালিবারের রকেট উৎক্ষেপণ করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পর্কে একটি বিবৃতি জারি করা হয়। জানানো হয়, বিভিন্ন রেঞ্জে লক্ষ্যবস্তু রেখে এই পিনাকা রকেটগুলি লঞ্চ করা হয়েছিল। প্রতিটিই সেই লক্ষ্যবস্তুগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। মূলত বেশি দূরত্বে অবস্থিত কোনও বস্তুকে ধ্বংস করার জন্যই পিনাকা রকেটে পরিবর্তন আনা হয়েছিল। রকেটের ক্ষমতা ও নিখুঁতভাবে লক্ষ্য়ে পৌঁছচ্ছে কিনা, তাও বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়।