Farmer’s Protest: আন্দোলনের ৭ মাস পূর্তিতে বিক্ষোভ কর্মসূচি কৃষকদের, কড়া নিরাপত্তায় ঘেরা দিল্লি-হরিয়ানা

7 Months of Farmers Protest: দিল্লির সিংঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে অবস্থানরত কৃষকরা "কৃষি রক্ষা, গণতন্ত্র রক্ষা" দিবস পালন করছেন।

Farmer's Protest: আন্দোলনের ৭ মাস পূর্তিতে বিক্ষোভ কর্মসূচি কৃষকদের, কড়া নিরাপত্তায় ঘেরা দিল্লি-হরিয়ানা
হরিয়ানা সীমান্তের কাছে আন্দোলনকারী কৃষকরা। ছবি: ANI
Follow Us:
| Updated on: Jun 26, 2021 | 2:53 PM

নয়া দিল্লি: সাত মাস পূরণ হল কৃষক আন্দোলনের। কৃষি আইন(Farm Laws)-র বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনের সাত মাস পূরণ হওয়ায় শনিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল আন্দোলনকারী কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চা(Samyukta Kisan Morcha)-র অধীনে এ দিন দেশজুড়ে সমস্ত রাজ্যের রাজভবনের বাইরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।

শনিবার দিল্লির সিংঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে অবস্থানরত কৃষকরা “কৃষি রক্ষা, গণতন্ত্র রক্ষা” দিবস পালন করছেন। এছাড়াও প্রতিটি রাজ্যের রাজভবনের বাইরে বিক্ষোভ এবং পরে রাজ্যপালের হাতে কৃষি আইন তুলে নেওয়ার আবেদন জানিয়ে একটি  স্মারকলিপি জমা দেবেন। ভারতীয় কিষাণ ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি নরেশ তিকাইত জানান, হরিয়ানার কৃষকরা চণ্ডীগঢ় অবধি হেঁটে গিয়ে রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেবেন।

এদিকে, প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলার ঘটনা মাথায় রেখেই দিল্লি ও চণ্ডীগঢ় পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফেও বিশ্ববিদ্যালয়, সিভিল লাইন ও বিধানসভা- এই তিনটি মেট্রো স্টেশন সকাল ১০টা থেকে দুপুর ২টো অবধি বন্ধ রাখা হয়েছে। চণ্ডীগঢ় পুলিশের তরফেও জানানো হয়েছে, এ দিন সন্ধে ৬টা অবধি চণ্ডীগঢ়ে খোলার ১৩টি প্রবেশপথ বন্ধ থাকবে।

গতকালই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষকদের কর্মসূচি বাতিলের আবেদন জানান। তিনি বলেন, “কৃষি আইন কৃষকদের স্বার্থেই তৈরি করা হয়েছে। কৃষকদের উন্নত মানের জীবনযাপনে সাহায্য করবে এই আইন।”

আরও পড়ুন: ইডি দফতরে গরহাজির প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতারির ভয়েই কি এড়ালেন সমন?