অদ্ভুত অদ্ভুত শর্ত! এই কাগজ ছাড়া দেখা করা যাবে না সাংসদ কঙ্গনার সঙ্গে

Kangana Ranaut: কঙ্গনা রানাউত জানিয়েছেন যে তাঁর লোকসভা কেন্দ্রের কোনও বাসিন্দা যদি দেখা করতে আসতে চান, তবে সঙ্গে আধার কার্ড আনতে হবে। কী উদ্দেশে তাঁরা দেখা করতে চান, তাও লিখিত আকারে জমা দিতে হবে।

অদ্ভুত অদ্ভুত শর্ত! এই কাগজ ছাড়া দেখা করা যাবে না সাংসদ কঙ্গনার সঙ্গে
বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 12, 2024 | 3:57 PM

সিমলা: বলিউড অভিনেত্রীই এখন শুধু পরিচয় নয় তাঁর।  তিনি বিজেপি সাংসদও বটে। স্বাভাবিকভাবেই কদর বেড়ে গিয়েছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। তবে সাংসদ পদে বসতেই চরম কটাক্ষের শিকার কঙ্গনা। তিনি নাকি অদ্ভুত শর্ত দিয়েছেন তাঁর দেখা করার জন্য। সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) না আনলে নাকি দেখা করা যাবে না হিমাচল প্রদেশের মান্ডির সাংসদের সঙ্গে।

কঙ্গনা রানাউত জানিয়েছেন যে তাঁর লোকসভা কেন্দ্রের কোনও বাসিন্দা যদি দেখা করতে আসতে চান, তবে সঙ্গে আধার কার্ড আনতে হবে। কী উদ্দেশে তাঁরা দেখা করতে চান, তাও লিখিত আকারে জমা দিতে হবে। তারপরই তিনি সিদ্ধান্ত নেবেন যে কার সঙ্গে দেখা করবেন, আর কার সঙ্গে নয়।

যদিও এই শর্তের কারণও ব্যাখ্যা করেছেন মান্ডির সাংসদ। তিনি বলেছেন, “হিমাচল প্রদেশে বহু পর্যটক আসে। তাই মান্ডি এলাকার বাসিন্দা কি না, তা জানার জন্য আধার কার্ড জরুরি। কী কাজে বা দরকারে আমার সঙ্গে দেখা করতে আসছেন, তা লেখা থাকলে, কোনও সমস্যার মুখে পড়তে হবে না।”

জনগণের অভিযোগ শুনছেন কঙ্গনা।

কঙ্গনা জানান, সাংসদ হওয়ার পর এত পর্যটক তাঁর সঙ্গে দেখা করতে আসছেন যে জরুরি প্রয়োজনে আসা সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অভিনেত্রী জানিয়েছেন, মান্ডির বাসিন্দারা তাঁর অফিসে এসে দেখা করতে পারেন। হিমাচলের উত্তরাঞ্চলের বাসিন্দারা মানালিতে তাঁর বাড়িতে এসে দেখা করতে পারেন।

এদিকে, কঙ্গনার এই সিদ্ধান্তকে নিয়ে চরম কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা তথা লোকসভা নির্বাচনে তাঁর বিপক্ষের প্রার্থী বিক্রমাদিত্য সিং। তিনি কটাক্ষের সুরে বলেন, “আমার সঙ্গে দেখা করার জন্য আধার কার্ড আনার প্রয়োজন নেই। আমরা জনপ্রতিনিধি, তাই আমাদের দায়িত্ব রাজ্যের সমস্ত স্তরের মানুষের সঙ্গে দেথা করা। তা সে ছোট কাজই হোক বা বড়। কোনও নীতি নিয়ে বা ব্যক্তিগত কাজে আসুন, এর জন্য কোনও পরিচয়পত্রের প্রয়োজন নেই। কেউ যদি জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে আসেন, তার মানে তিনি কোনও দরকারেই আসছেন। দেখা করার জন্য কাউকে পরিচয়পত্র আনতে বলা সঠিক নয়।”