‘পরিবর্তনটা কি মনে হল না হৃদয়ে?’, বিরোধীদের প্রশ্ন নড্ডার
তিনি বলেন, "কয়েকজন নেতা টিকা নেওয়ার বিরুদ্ধে গিয়ে বলেছিলেন তাঁরা গিনিপিগ বা ইঁদুর নন। এখন তাঁরা টিকা নেওয়ার জন্য এগিয়ে আসছেন। আমি তাঁদের প্রশ্ন করতে চাই, এটা কি আপনাদের মনের পরিবর্তন না কি হৃদয়ের?"
নয়া দিল্লি: দেশে করোনা টিকাকরণ (COVID Vaccination) শ্লথ হয়েছিল। টিকার আকালে ভুগছিল দেশ। কিন্তু আন্তর্জাতিক যোগ দিবসে রেকর্ড টিকাকরণ হয়েছে দেশে। যা আশা জোগাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা টিকা পেয়েছেন ৮০ লক্ষেরও বেশি মানুষ। এ বার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা দাবি, চলতি বছর শেষের আগেই ভারতের হাতে ২৫৭ কোটি ভ্যাকসিন ডোজ় চলে আসবে। যা দিয়ে অধিকাংশ ভারতবাসীর ডবল ডোজ় ভ্যাকসিনেশন হয়ে যাবে। পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে তাঁর প্রশ্ন, “আপনাদের কি মনে পরিবর্তন হল না হৃদয়ে?”
দিল্লির আরএমএল হাসপাতালের ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে জেপি নড্ডা বলেন, “১৩০ কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য এগিয়ে এসেছেন।” পাশাপাশি বিরোধীরা সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “কয়েকজন নেতা টিকা নেওয়ার বিরুদ্ধে গিয়ে বলেছিলেন তাঁরা গিনিপিগ বা ইঁদুর নন। এখন তাঁরা টিকা নেওয়ার জন্য এগিয়ে আসছেন। আমি তাঁদের প্রশ্ন করতে চাই, এটা কি আপনাদের মনের পরিবর্তন না কি হৃদয়ের?”
এ ছাড়া করোনাকালে সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিজেপি কর্মীদের ধন্যবাদ জানান তিনি। নড্ডা বলেন, “অন্যান্য দল যখন কোয়ারেন্টিন বা আইসিইউতে চলে গিয়েছে তখন বিজেপি কর্মীরা মাঠে ময়দানে কাজ করছেন।” ৯ মাসের ব্যবধানে ২ দেশীয় ভ্যাকসিন তৈরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে সাধুবাদ জানান তিনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই সারা দেশে করোনা পরিস্থিতি সামলাতে নতুন কর্মসূচি শুরু করেছে বিজেপি।
আরও পড়ুন: ‘যখন নীতীশ কুমার হাত ছেড়েছিলেন তখনও আমরা ছিলাম’, এনডিএতে চিরাগ বিস্ফোরণ