Gaurav Bhatia: ‘মমতার নীরবতা সবথেকে উদ্বেগের…’, সন্দেশখালি নিয়ে ঝাঁঝ বাড়াল বিজেপি
Gaurav Bhatia slams Mamata Govt: বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, বাংলায় আজ 'ধর্ষকদের সরকার' চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আদিবাসীদের ঘৃণা করার অভিযোগ করেছেন। তাঁর আরও অভিযোগ, সাধারণ মানুষকে শোষণ করে চলেছে তৃণমূলের গুন্ডারা। আর, নীরব দর্শকের ভূমিকায় থেকে এই অনাচারকে সমর্থন করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

নয়া দিল্লি: সন্দেশখালিতে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলার তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র নিন্দা করল বিজেপি। এদিন এক সাংবাদিক সম্মেলন করে, বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, বাংলায় আজ ‘ধর্ষকদের সরকার’ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আদিবাসীদের ঘৃণা করার অভিযোগ করেছেন। তাঁর আরও অভিযোগ, সাধারণ মানুষকে শোষণ করে চলেছে তৃণমূলের গুন্ডারা। আর, নীরব দর্শকের ভূমিকায় থেকে এই অনাচারকে সমর্থন করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর এই নীরবতা অত্যন্ত উদ্বেগের বলে জানিয়েছেন বিজেপি মুখপাত্র।
গৌরব ভাটিয়া বলেন, “বাংলায় এখন ধর্ষকদের জন্য, ধর্ষকদের দ্বারা পরিচালিত সরকার চলছে। কলকাতা হাইকোর্টও গতকাল এই মামলার বিষয়ে বলেছে, সন্দেশখালিতে, মহিলাদের উপর যৌন নির্যাতন করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারা উপজাতি সম্প্রদায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, কেন আপনি আদিবাসী এবং অনগ্রসর শ্রেণির মানুষদের এত ঘৃণা করেন? আপনার গুন্ডারা সাধারণ মানুষকে শোষণ করছে। আপনি কেন নীরব? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, এটাই সবথেকে উদ্বেগের বিষয়। এই ঘটনায় পশ্চিমবঙ্গে যে অনাচার চলছে, তার পরিষ্কার ছবি ফুটে উঠেছে। অপরাধীরা তৃণমূলের গুন্ডা হলে, বিশেষ করে পলাতক শেখ শাহজাহানের গুন্ডারা যদি হয়, মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের মর্যাদা রক্ষার কথাও ভাবেন না।”
#WATCH | On the Sandeshkhali incident, BJP national spokesperson Gaurav Bhatia says, “…West Bengal CM Mamata Banerjee is acting as a silent spectator…This is a matter of concern. This press conference highlights the lawlessness that prevails in West Bengal…When the… pic.twitter.com/z5GWwrSO8V
— ANI (@ANI) February 14, 2024
সন্দেশখালিতে একাংশের মহিলারা অভিযোগ করেছেন, স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা শাজাহান শেখ এবং তাঁর দলবল এলাকায় জোর করে জমি দখল করে। সেই সঙ্গে মহিলাদের উপর যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে বেছে বেছে অল্পবয়সী বিবাহিত মহিলাদের স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হত বলে অভিযোগ। ‘মন না ভরা’ পর্যন্ত তাদের সেখানে আটকে রেখে যৌন নির্যাতন চলত বলে অভিযোগ রয়েছে। তাঁদের স্বামীদের নাকি বলা হত, তাঁরা নামেই স্বামী। কিন্তু, স্ত্রীদের উপর তাঁদের কোনও অধিকার নেই। এই সকল অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে দারুণ গরম সন্দেশখালির হাওয়া। অবিলম্বে শাহজাহান এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সন্দেশখালির মহিলারা।
এই পরিস্থিতিতে, সন্দেশখালির ঘটনা নিয়ে শাসক দলকে নিয়মিত আক্রমণ করে চলেছে বিজেপি। গত সোমবার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি। মমতা বন্দ্য়োপাধ্যায় তাঁর দলের কর্মীদের মহিলাদের উপর যৌন নির্যাতনের অনুমতি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। কেন সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না, প্রশ্ন তোলেন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী। মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে মহিলাদের সম্মান বিক্রির অভিযোগ করেছিলেন তিনি।
