AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: ঋতুকালীন ছুটিতে স্মৃতির ‘না’, ঘি ঢাললেন কঙ্গনা, বললেন…

Menstrual leave: মেয়েদের ঋতুস্রাবের সময় সবেতন ছুটির প্রয়োজন নেই বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। তোলপাড় সোশ্যাল মিডিয়াও। এবার কেন্দ্রীয় মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে বিশেষ পোস্ট করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

Kangana Ranaut: ঋতুকালীন ছুটিতে স্মৃতির 'না', ঘি ঢাললেন কঙ্গনা, বললেন...
কঙ্গনা রানাওয়াত ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ফাইল ছবি।Image Credit: Instagram
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 7:36 PM
Share

নয়া দিল্লি: মেয়েদের ঋতুস্রাবের সময় সবেতন ছুটির (Menstrual leave) প্রয়োজন নেই বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। তোলপাড় সোশ্যাল মিডিয়াও। এবার কেন্দ্রীয় মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে বিশেষ পোস্ট করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

ঋতুস্রাবের ছুটি প্রসঙ্গে কঙ্গনা রানওয়াত ইনস্টা-পোস্টে একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, “কর্মজীবী ​​মহিলা হল একটি মিথ, মানব ইতিহাসে কর্মজীবী নয়, এমন একজনও ​​মহিলা নেই, কৃষিকাজ থেকে শুরু করে বাচ্চাদের লালন-পালন করা পর্যন্ত, মহিলারা সর্বদা কাজ করে চলেছে এবং পরিবার, সমাজ বা দেশের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষার পথে কোনও কিছুই বাধা হয়নি। যদি বিশেষ কোনও মেডিক্যাল অবস্থা না হয়, তাহলে মহিলাদের পিরিয়ডের জন্য সবেতন ছুটির প্রয়োজন নেই।” এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর সুরে তাঁকে সমর্থন জানিয়ে সমালোচকদের প্রতি বলি-কুইনের আবেদন, “দয়া করে বুঝুন এটা (ঋতুস্রাব) কোনও অসুস্থতা বা প্রতিবন্ধকতা নয়।”

প্রসঙ্গত, বৃহস্পতিবারই আরজেডি সাংসদ মনোজ ঝা-র প্রশ্নের জবাবে ঋতুস্রাবের সময় সবেতন ছুটির প্রয়োজন নেই বলে দাবি জানান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “ঋতুস্রাব এবং ঋতুচক্র কোনও প্রতিবন্ধকতা নয়, এটা মহিলার জীবনযাত্রার একটি স্বাভাবিক অংশ।” পিরিয়ডকালীন ছুটির ফলে কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্য হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

যখন বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ঋতুস্রাবের সময় ছুটি দেওয়ার জোর দাবি উঠছে, বিভিন্ন বেসরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ঋতুস্রাবের সময় ছুটি দেওয়া শুরু হয়েছে, সেই সময় ঋতুস্রাবকালীন ছুটির বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে জোর সমালোচনা শুরু হয়েছে।