ছুরি দিয়ে মুখে একের পর এক কোপ, ‘ছেলের হাতে খুন মা’

পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে, অভিযুক্ত ছেলে

ছুরি দিয়ে মুখে একের পর এক কোপ, 'ছেলের হাতে খুন মা'
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Feb 28, 2021 | 4:38 PM

ফগবাড়া: পড়ে আছে মায়ের ক্ষত-বিক্ষত মৃতদেহ। খুনের অভিযোগ বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে পঞ্জাবের (Punjab) খোথরান কলোনিতে (Khothran Colony)। পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে। বেহরাম স্টেশন হাউস অফিসার রাজীব কুমার জানান, ওই মৃত মহিলা উর্মিলা দেবী, যিনি ওঙ্কার নগরের বাসিন্দা।

উর্মিলা দেবীর মেয়ে রেখার অভিযোগ, মাকে ‘খুন’ করেছে তাঁরই ভাই দীপক। সেই মতো দীপকের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। যদিও এখনও পুলিশের হাতে আসেনি দীপক। তবে স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, খুব তাড়াতাড়িই গ্রেফতার হবে দীপক।

এসএইচও রাজীব কুমার জানিয়েছেন, একটি ধারালো ছুরি দিয়ে দীপক একের পর এক কোপ মেরেছে উর্মিলা দেবীর মুখে। একের পর এক কোপে এমনই পরিণতি হয়েছিল উর্মিলা দেবীর মুকের যে চেনাই দায় হয়েছিল পরিবারের কাছে। তবে কেন দীপক মাকে ‘খুন’ করতে পারে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। পুলিশ ‘মোটিভ’ খোঁজার জন্য তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন: দেশে ফের উর্ধ্বমুখী করোনার সূচক, তবুও করোনামুক্ত অরুণাচল প্রদেশ