BSF Foils Infiltraion: রাতের অন্ধকারে ফেন্সিং টপকে ঢুকছিল পাকিস্তানি, BSF বুঝিয়ে দিল ভারতের ক্ষমতা কী!
Pakistani Infiltration: ২৩ মে রাতে গুজরাটের বাঁশকাথায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছিল ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী। সীমান্তের ফেন্সিং টপকে ঢুকছিল ওই অনুপ্রবেশকারী।

আহমেদাবাদ: মুখ থুবড়ে পড়েছে, তবুও শোধরাচ্ছে না পাকিস্তান। ফের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানির। নজরে পড়তেই তাঁকে সতর্ক করে বিএসএফ। তারপরও ওই অনুপ্রবেশকারী থামেনি। শেষে গুলি চালায় বিএসএফ। নিকেশ করা হয়েছে ওই পাক অনুপ্রবেশকারীকে।
গুজরাটে ফের অনুপ্রবেশের চেষ্টা এক পাকিস্তানি। জানা গিয়েছে, গতকাল, ২৩ মে রাতে গুজরাটের বাঁশকাথায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছিল ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী। সীমান্তের ফেন্সিং টপকে ঢুকছিল ওই অনুপ্রবেশকারী।
সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানরা দেখতে পায় তাঁকে। সঙ্গে সঙ্গে সতর্ক করা হয় এবং পাকিস্তানে ফিরে যেতে বলা হয়। তারপরও থামেনি ওই অনুপ্রবেশকারী। ভারতের দিকেই এগোতে থাকে অনুপ্রবেশকারী। বাধ্য হয়েই বিএসএফ গুলি চালায়। বিএসএফের গুলিতে নিকেশ হয় ওই অনুপ্রবেশকারী।
জানা গিয়েছে, ওই অনুপ্রবেশকারীর জামার ভিতর থেকে একাধিক পরিচয়পত্র ও নকশা পাওয়া গিয়েছে। কীসের নকশা এগুলি, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলায় সরাসরি মদত ছিল পাকিস্তানের। এমনটাই দাবি ভারত সরকারের। জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। এরপর থেকেই দুই দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। রাতের অন্ধকারে পাকিস্তান জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানে ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু প্রতিটি হামলাই প্রতিহত করে ভারত।

