Rail Minister on BSF: BSF জওয়ানদের সঙ্গে ছেলেখেলা? চার আধিকারিককে বুঝিয়ে দিলেন রেলমন্ত্রী
Indian Railway on BSF: এ প্রসঙ্গে রেলসূত্রে জানানো হয়েছে, রেলমন্ত্রী স্পষ্টত জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর মর্যাদা সর্বাগ্রে। তাই এই ধরনের অবহেলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সমগ্র বিষয়টির তদন্ত শুরু হয়েছে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

নয়া দিল্লি: অমরনাথ যাত্রার জন্য ডিউটি করতে যাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই কারণে রেলের তরফে পাঠানো হয়েছিল ট্রেন। কিন্তু তাতে ওঠা দায়। অত্যন্ত নোংরা ও পরিত্যক্ত মানের ট্রেনের কামরা দেওয়া হয়েছিল জওয়ানদের। এই খবরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কানে যেতেই করলেন কড়া পদক্ষেপ। চারজন শীর্ষ আধিকারিককে সাসপেন্ড করলেন খোদ রেলমন্ত্রী।
এ প্রসঙ্গে রেলসূত্রে জানানো হয়েছে, রেলমন্ত্রী স্পষ্টত জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর মর্যাদা সর্বাগ্রে। তাই এই ধরনের অবহেলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সমগ্র বিষয়টির তদন্ত শুরু হয়েছে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এই ঘটনায় সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন কোচিং ডিপো অফিসার এবং আলিপুরদুয়ার ডিভিশনের তিনজন সেকশন ইঞ্জিনিয়ারকেও সাসপেন্ড করা হয়েছে।
বস্তুত, অমরনাথ যাত্রার জন্য ১২,০০০ জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে। গন্তব্যস্থলে তাঁদে পৌঁছতে ত্রিপুরার উদয়পুর ও আগরতলায় ট্রেন পাঠানো হয়েছিল। এবার সেই ট্রেনটি ঘিরেই তৈরি হয় বিতর্ক। যে ট্রেনটি পাঠানো হয়েছিল, অভিযোগ সেটি নোংরা। আর এই নোংরা ট্রেনে উঠতেই অস্বীকার করেন জওয়ানরা। পরবর্তীতে আরও একটি ট্রেন পাঠানো হয় তাঁদের জন্য। এই ঘটনার খবর কানে পৌঁছতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। দ্রুত পদক্ষেপ করেন তিনি।


