BSNL 4G Network: ডিসেম্বরেই 4G, বছর ঘুরতেই 5G আনছে BSNL
BSNL 4G Network: যদিও প্রথম ধাপে অল্প পরিসরে পরিষেবা চালু করার পরিকল্পনা করা হয়েছে সংস্থার তরফে। শনিবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর পি কে পুরওয়ার এ কথা জানিয়েছেন। এরপরই ২০২৪ সালের জুনের মধ্যে গোটা দেশেই 4G পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

নয়া দিল্লি: জল্পনাটা চলছিল অনেকদিন থেকেই। কিন্তু, কবে চালু হবে পরিষেবা সে বিষয়ে কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যাচ্ছিল না। আগামী ডিসেম্বরের মধ্যেই 4G পরিষেবা চালু করতে চলেছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। যদিও প্রথম ধাপে অল্প পরিসরে পরিষেবা চালু করার পরিকল্পনা করা হয়েছে সংস্থার তরফে। এমনটাই খবর সূত্রের। এরপরই ২০২৪ সালের জুনের মধ্যে গোটা দেশেই 4G পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
শনিবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর পি কে পুরওয়ার এ কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনিও এও বলেছেন আগামী জুনের পর দেশে 5G পরিষেবা চালুরও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ডিসেম্বরে পাঞ্জাবে ৪জি পরিষেবা লঞ্চ করার জন্য বিএসএনএল প্রস্তুত রয়েছে। পরিষেবা চালুর জন্য প্রায় ২০০টি লোকেশনের কাজ শেষ হয়েছে। আরও ৩ হাজার সাইট তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে।
তিনি এও জানিয়েছেন গোটা দেশেই ধীরে ধীরে ৪জি নেটওয়ার্ক বৃদ্ধির কাজ শুরু করেছে বিএসএনএল। প্রথম ধাপে ৬ হাজার, পরের ধাপে ৯০০০, তারপর ১২ হাজার ও শেষে প্রতিমাসে ১৫ হাজার সাইটের কাজ হবে। সংস্থার চেয়ারম্যান সাফ বলছেন, আগামী জুনের মধ্যে গোটা দেশে পুরোমাত্রায় ৪জি চালুর জন্য আমরা প্রস্তুত রয়েছি। তারপরই আমরা ৫জি-র দৌড়ে এগিয়ে যাব। এর জন্য যথা মাত্রায় স্পেকট্রামও রয়েছে সংস্থার হাতে। তাই ৫জি চালুর জন্য অপেক্ষা এখন শুধু ৪জি-র সফল বাস্তবায়ন। এদিকে আপাতত ৪জি নেটওয়ার্ক সেটআপের জন্য ১৯ হাজার কোটি টাকা খরচ হতে চলেছে বলে খবর। তবে এই একই নেটওয়ার্ককে ৫জি-তে আপগ্রেড করা সম্ভব বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
