Bullet Train: ৩৫০ কিমি প্রতি ঘণ্টা স্পিডে হাওড়া পর্যন্ত ছুটবে ‘বুলেট’, মাঝে কোন কোন স্টেশন, দেখে নিন
Bullet Train: পূর্ব ভারতের প্রধান শহর বারাণসী, বক্সার, পাটনা, গয়া, ধানবাদ এবং কলকাতাকে সংযুক্ত করবে এই বুলেট ট্রেন।

নয়া দিল্লি: বন্দে ভারতের পর এবার বুলেট ট্রেনের অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। আরও দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দেবে সেই ট্রেন। চলছে তারই প্রস্তুতি। কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত দৌড়বে সেই ট্রেন, সেই তালিকাও মোটামুটি তৈরি। এর জন্য একটি এলিভেটেড ট্র্যাক তৈরি করা হবে বলে জানা গিয়েছে। টিলা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড সেই ট্র্যাকের জন্য জমি জরিপ করার কাজও শুরু করেছে।
জানা গিয়েছে, বারাণসী থেকে হাওড়াগামী বুলেট ট্রেনটি চলবে বিহারের জেহানাবাদের উপর দিয়ে। বিহারের ২৮টি গ্রামের উপর দিয়ে গন্তব্যে পৌঁছবে সেই ট্রেন। জেহানাবাদে একটি স্টেশনও তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর। জরিপের কাজ শেষ হওয়ার পরই শুরু হবে অধিগ্রহণের কাজ। তারপর তৈরি হবে ট্র্যাক।
এই বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। অর্থাৎ হাওড়া থেকে দু ঘন্টারও কম সময়ে পৌঁছনো যাবে জেহানাবাদে। ন্যাশনাল হাই স্পিড কর্পোরেশন (NHSC) বারাণসী-হাওড়া বুলেট ট্রেন প্রকল্পের অধীনে রুট চার্ট প্রকাশ করেছে। সেই চার্ট অনুসারে, বুলেট ট্রেনটি জেহানাবাদের ২৮টি গ্রামের মধ্যে দিয়ে যাবে।
যেহেতু ট্রেনটি ২৮টি গ্রামের মধ্য দিয়ে যাবে, তাই উঁচু রেলপথ এবং রাস্তা নির্মাণ করা হবে। গ্রামগুলি হল শাদিপুর, দেওড়া, মিলকি, জৈতপুর কুরওয়া, বিষ্ণুপুর ওকরি, চারুই, মোহাম্মদপুর আবদাল, কিস রামপুর, পিউতা, গান্ধার, বন্ধুগঞ্জ, শাহপুর, কোরমান, সমরবন্দ, ভরথু, দামোয়া, নন্দনা, ডুমরি, শর্মা, সিসরা, গিঞ্জি, কৈরওয়া, সুকিয়ামা, নর্মা, বাউরি, দিহুরি, তিরা এবং ঢোল বিঘা।
পূর্ব ভারতের প্রধান শহর বারাণসী, বক্সার, পাটনা, গয়া, ধানবাদ এবং কলকাতাকে সংযুক্ত করবে এই বুলেট ট্রেন। বারাণসী-হাওড়া বুলেট ট্রেনের জন্য বিহারে মোট পাঁচটি স্টেশন তৈরি করা হবে। প্রথম পর্যায়ে, বক্সার, পাটনা এবং গয়াতে স্টেশন তৈরি করা হবে। দ্বিতীয় পর্যায়ে, আরা এবং জেহানাবাদ স্টেশনগুলি তৈরি হবে।
এলিভেটেড ট্র্যাক এবং স্টেশনের জন্য প্রায় ৭৭.৩ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। বারাণসী থেকে হাওড়া পর্যন্ত বুলেট ট্রেনের রুট ৭৬০ কিলোমিটার। এটি উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার সমস্ত প্রধান শহরগুলিকে সংযুক্ত করবে। প্রথম পর্যায়ে বারাণসী থেকে হাওড়া পর্যন্ত তৈরি হবে লাইন, পরে এর সঙ্গে সংযুক্ত হবে দিল্লি।





