AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘পাক-টেনশনের’ মধ্যেই ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি, নেতৃত্বে মোদী

PM Modi: ইতিমধ্যেই সোপিয়ানে আবার বেশ কয়েকজন জঙ্গি নিকেশ হয়েছে এনকাউন্টারে। ফলে উল্টোদিক থেকে ফের প্রত্যাঘাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বাড়তি সতর্ক নয়া দিল্লি। এরইমধ্যে আবার খবর আসছে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের নানা প্রান্তে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি।

PM Modi: ‘পাক-টেনশনের’ মধ্যেই ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি, নেতৃত্বে মোদী
প্রধানমন্ত্রী মোদীImage Credit: PTI
| Edited By: | Updated on: May 14, 2025 | 10:09 AM
Share

নয়া দিল্লি: বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে বসবে সিসিএস। ‘পাক-টেনশনের’ মধ্যেই দেশের নিরাপত্তা নিয়ে সামগ্রিকভাবে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়েও হতে পারে কথা। প্রসঙ্গত, মাঠের যুদ্ধ থামলেও কূটনৈতিক স্তরে পাকিস্তানের উপর চাপ জারি রেখেছে ভারত। মোদীর সাফ কথা, জল ও রক্ত একইসঙ্গে বইতে পারে। অন্যদিকে সীমান্ত ধীরে ধীর শান্ত হলেও পাকিস্তান নিয়ে সর্বদাই সাবধানী পদক্ষেপই নিতে চায় ভারত। এমতাবস্থায়, এই বৈঠক যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। 

সূত্রের খবর, ডিরেক্টর জেনারেল অফ অপারেশন স্তরে যে বৈঠক হয়েছে তাতে সিদ্ধান্ত হয়েছে দু’টি দেশই ধীরে ধীরে ‘ডিএসক্লেলেশনের’ পথে হাঁটবে। সোজা কথায়, সীমান্তে কমবে সেনা সংখ্যা, আর কোনও সংঘাতে জড়াবে না। নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশই যে সেনা মোতায়েন করেছে তা ধাপে ধাপে কমানো হবে। এই আলোচনার পর কতটা সেনা কমানো হবে, কোন পর্যায়ে কমানো হবে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

অন্যদিকে ইতিমধ্যেই সোপিয়ানে আবার বেশ কয়েকজন জঙ্গি নিকেশ হয়েছে এনকাউন্টারে। ফলে উল্টোদিক থেকে ফের প্রত্যাঘাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বাড়তি সতর্ক নয়া দিল্লি। এরইমধ্যে আবার খবর আসছে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের নানা প্রান্তে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সে কারণেই তাঁদের বিরুদ্ধে সেনার অভিযান জারি রয়েছে। সে কারণেই এই উত্তপ্ত আবহে জাতীয় নিরাপত্তার সামগ্রিক পরিকাঠামো নিয়ে ফের মোদী বৈঠকে বসতে চলেছেন বলে মত ওয়াকিবহাল মহলের।