কোভিডে বাবা-মা হারা শিশুদের ১০ লক্ষ টাকা দেবে কেন্দ্র, একগুচ্ছ মানবিক সিদ্ধান্ত মোদীর
করোনায় বাবা-মা হারানো শিশুদের দেখভালের কার্যত পুরো দায়িত্বই কেন্দ্র নেবে, এমনই আশ্বাস আজকে দেওয়া হয়েছে। দেখাশোনার পুরো খরচটাই পিএম কেয়ার্স ফান্ডের টাকা থেকে করা হবে।
নয়া দিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কার্যত জাতীয় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দেশ। খালি হয়েছে অসংখ্য কোল। অগুণতি শিশুর মাথার উপর থেকে ছাদও কেড়ে নিয়েছে করোনা। মারণ ভাইরাসে বাবা-মা হারিয়ে অকূল পাথারে পড়তে হয়েছে বহু নিষ্পাপ প্রাণকে। এই অবস্থায় করোনার কারণে অনাথ হওয়া শিশুদের পাশে দাঁড়াতে এ দিন বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এই উচ্চপর্যায়ের বৈঠকের পর সেই শিশুদের সুরক্ষার জন্য একাধিক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করে কেন্দ্র।
করোনায় বাবা-মা হারানো শিশুদের দেখভালের কার্যত পুরো দায়িত্বই কেন্দ্র নেবে, এমনই আশ্বাস আজকে দেওয়া হয়েছে। দেখাশোনার পুরো খরচটাই পিএম কেয়ার্স ফান্ডের টাকা থেকে করা হবে।
সূত্রের খবর, কোভিড অনাথ হওয়া শিশুদের বয়স একবার ১৮ হলে তাদের প্রতি মাসে স্টাইপেন হিসেবে একটা অর্থ সাহায্য করা হবে। যদিও সেটা কত তা খোলসা করা হয়নি। তবে জানানো হয়েছে, বয়স একবার ২৩ হলে তাদের এককালীন ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে। পুরো টাকাটাই পিএম কেয়ার্স ফান্ডের পক্ষ থেকে বহন করা হবে। এই সকল শিশুদের শিক্ষার ব্যবস্থাও পুরোপুরি বিনামূল্যে করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
আরও পড়ুন: করোনায় অনাথদের হিসেব চাইল শিশু সুরক্ষা কমিশন
এখানেই শেষ নয়। এমন কোনও কিশোর যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয় এবং তার জন্য এডুকেশন লোন নিতে চায়, তবে সেটার মাসিক কিস্তিও পিএম কেয়ার্স ফান্ডের তরফে দেওয়া হবে। এ ছাড়াও ১৮ বছর বয়স পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবস্থা পিএম কেয়ার্স ফান্ডের তরফে করা হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়। এবং এই প্রকল্পের কিস্তিও কেন্দ্রীয় সরকারই জোগাবে। প্রসঙ্গত, চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে কোভিডে অনাথ হওয়া শিশুদের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন কংগ্রেসের চেয়ারপার্সন সনিয়া গান্ধী। তারপরই কেন্দ্র আরও সক্রিয় হয়ে ওঠে এবং শনিবার এই সিদ্ধান্তগুলির কথা ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বাংলায় ‘বিপন্ন গণতন্ত্রের ছবি’ তুলে ধরতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, পরিকল্পনা ঠিক কী?