AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনায় অনাথদের হিসেব চাইল শিশু সুরক্ষা কমিশন

রাজ্যগুলিকে বাল্য স্বরাজ পোর্টালে সেই সংক্রান্ত তথ্য আপলোড করার নির্দেশ দিয়েছে কমিশন।

করোনায় অনাথদের হিসেব চাইল শিশু সুরক্ষা কমিশন
ছবি সৌজন্যে- UNICEF
| Updated on: May 29, 2021 | 7:07 PM
Share

নয়া দিল্লি: করোনা আক্রান্ত (COVID 19) হয়ে অনেক শিশুর বাবা-মা দু’জনেই মারা গিয়েছেন। মাথার ছাদ হারিয়ে শিশুরা অনাথ হয়েছে। এ বার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে সেই হিসেব চেয়ে পাঠাল শিশু অধিকার সুরক্ষা জাতীয় কমিশন। রাজ্যগুলিকে বাল্য স্বরাজ পোর্টালে সেই সংক্রান্ত তথ্য আপলোড করার নির্দেশ দিয়েছে কমিশন। যেসব শিশু করোনার কারণে অনাথ হয়েছে তারা দ্য জুভেনাইল জাস্টিস অ্যাক্ট,২০১৫-এর ধারা ২ এর ১৪ উপধারা অনুযায়ী সুরক্ষা পাওয়ার যোগ্য।

এই আইন অনুযায়ী, অনাথকে শিশু সুরক্ষা কমিটির কাছে তুলে দিতে হবে। তাই সে বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে হিসেব চাইল শিশু রক্ষা কমিশন। ইতিমধ্যেই রাজ্য কমিশনগুলির সঙ্গে কথা বলে এ বিষয়ে কার্যপদ্ধতি প্রস্তুত করেছে জাতীয় কমিশন। সরকারি সূত্র অনুযায়ী, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে প্রায় ৫৭৭ জন শিশু অনাথ হয়ে গিয়েছে।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকার এই শিশুদের শিক্ষা ও বেড়ে ওঠার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর অনাথ শিশুদের জন্য একাধিক ঘোষণা করেছেন। পিএম কেয়ার্স ফান্ডের টাকা থেকে বাবা-মা হারা শিশুদের দেখভাল করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১৮ বছর বয়স হলে মাসিক অর্থ সাহায্য দেবে কেন্দ্র। ২৩ বছর বয়স হলে এককালীন ১০ লক্ষ টাকা করোনায় অনাথ শিশুর হাতে তুলে দেবে কেন্দ্র। ১৮ বছর পর্যন্ত আয়ুষ্মান ভারতের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে পাবে শিশুরা। উচ্চশিক্ষার জন্য এডুকেশন লোনের মাসিক বা বার্ষিক কিস্তি মেটাবে পিএম কেয়ার্স ফান্ড। পড়াশোনার ব্যবস্থাও হবে সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন: ‘বেসরকারি ক্ষেত্রে টিকা কোত্থেকে আসছে?’ কেন্দ্রকে প্রশ্ন সঙ্কটে জর্জরিত দিল্লির