Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বেসরকারি ক্ষেত্রে টিকা কোত্থেকে আসছে?’ কেন্দ্রকে প্রশ্ন সঙ্কটে জর্জরিত দিল্লির

লকডাউনের জেরে দিল্লিতে লাগাতার কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। আকাশছোঁয়া সংক্রমণ এখন ১ হাজারের নীচে নেমেছে।

'বেসরকারি ক্ষেত্রে টিকা কোত্থেকে আসছে?' কেন্দ্রকে প্রশ্ন সঙ্কটে জর্জরিত দিল্লির
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 29, 2021 | 5:54 PM

নয়া দিল্লি: দিল্লিতে করোনা প্রতিষেধকের (COVID Vaccine) পর্যাপ্ত জোগান নেই। ১০ জুনের আগে সে রাজ্যে কম বয়সীদের টিকাকরণ সম্ভব নয় বলে জানিয়েছে কেজরীবাল সরকার। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানিয়েছেন, টিকার জোগান না থাকায় গত সপ্তাহে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ওপর টিকাকরণ কর্মসূচি বন্ধ রাখতে হয়েছে।

কেন্দ্রের সঙ্গে টিকা নিয়ে কেজরীবাল সরকারের সংঘাত অনেক আগে থেকে। বারবার দিল্লি অভিযোগ করেছে কেন্দ্র পর্যাপ্ত টিকা দেয়নি রাজ্যকে। তবে মনীষ সিসোদিয়া প্রশ্ন করেছেন, টিকার সঙ্কট থাকা সত্ত্বেও কীভাবে বেসরকারি ক্ষেত্রগুলি টিকা পাচ্ছে? দিল্লির উপ মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য জুন মাসে টিকা দেবে বলে জানিয়েছিল। কিন্তু জুন মাসের ১০ তারিখের আগে দিল্লি কোনও টিকা পাচ্ছে না।

উল্লেখ্য, লকডাউনের জেরে দিল্লিতে লাগাতার কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। আকাশছোঁয়া সংক্রমণ এখন ১ হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন স্রেফ ৯৫৬ জন। টিকা সঙ্কটের জেরে ভারতের সামগ্রিক টিকাকরণের গতিও কিছুটা কমেছে। দিল্লিতে এ পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ৪০ লক্ষ ৯৯ হাজার ৩৬৬ জন। সারা দেশে ১৪১ কোটি ভারতীয়র মধ্যে করোনা টিকা পেয়েছেন স্রেফ ২০ কোটি ৮৯ লক্ষ মানুষ।

আরও পড়ুন: দেশজুড়ে লাক্ষাদ্বীপকে বাঁচানোর আর্তি, প্রশ্নের মুখে প্রশাসক প্রফুল্ল