AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নজরে ড্রাগন, তিন বাহিনীকে ১৫ দিনের যুদ্ধের জন্য গোলাবারুদ মজুত করতে বলল কেন্দ্র

তাৎপর্যপূর্ণভাবে গতকালই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত করেছিলেন,  চিনের সঙ্গে ভারতের বিবাদ যে কোনও দিকে মোড় নিতে পারে। যেহেতু চিন এখনও পিছু হটতে তৈরি নয়, তাই দুই দেশের বিবাদ আরও বড় আকার ধারণ করতে পারে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

নজরে ড্রাগন, তিন বাহিনীকে ১৫ দিনের যুদ্ধের জন্য গোলাবারুদ মজুত করতে বলল কেন্দ্র
১৫ দিনের যুদ্ধের জন্য গোলাবারুদ মজুত করতে বলল কেন্দ্র
| Updated on: Dec 14, 2020 | 5:07 PM
Share

নয়া দিল্লি: সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। এদিন ভারতীয় সেনার তিন বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, টানা ১৫ দিন যুদ্ধ (War) চালিয়ে যাওয়ার মত যথেষ্ট পরিমাণ গোলাবারুদ মজুত করার জন্য। এর আগে তিন সেনাবাহিনী কেবল ১০ দিনের গোলাবারুদ মজুত করে রাখত। তবে এদিন সেই মজুতের পরিমাণ বাড়িয়ে ১৫ দিন করতে বলা হয়েছে।

প্রস্তুতি চলছে অন্যভাবেও। দেশে অস্ত্রশস্ত্র নির্মাণের পাশাপাশি বিদেশ থেকেও বিপুল পরিমাণ গোলাবারুদ আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রের  খবর, প্রায় ৫০ হাজার কোটি টাকার অস্ত্র কেনার পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)।

বিগত কয়েক মাস ধরেই চিন-ভারত সীমান্তে দুই সেনাবাহিনীর মধ্যে যে উত্তাপ দেখা যাচ্ছে, তাতে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। যে কোনও সময় যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ফলে কেন্দ্রীয় সরকারও প্রস্তুতি কোনও ফাঁক রাখতে চাইছে না। বায়ুসেনা, নৌসেনা ও সেনাবাহিনীকে সেই কারণেই নির্দেশ দেওয়া হয়েছে ১৫ দিনের হাতিয়ার জমা করার।

শুধু তো চিন (China) নয়, ভারতের (India) চিন্তার কারণ বৃদ্ধি করছে পাকিস্তানও। তাই কখনও যদি দ্বিমুখী লড়াইয়ের অবস্থা তৈরি হয়, সেই সময় যাতে ভারত পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপাতে পারে, সেই বন্দোবস্তই করে রাখা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে গতকালই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত করেছিলেন,  চিনের সঙ্গে ভারতের বিবাদ যে কোনও দিকে মোড় নিতে পারে। যেহেতু চিন এখনও পিছু হটতে তৈরি নয়, তাই দুই দেশের বিবাদ আরও বড় আকার ধারণ করতে পারে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

যদি চিনের সঙ্গে কোনও ভাবে যুদ্ধ লাগে, সে ক্ষেত্রে পাকিস্তানও নিশ্চিতভাবে ভারতের উপর চাপ বাড়ানোর কাজ করবে। যখন থেকে লাদাখে চিনের সঙ্গে ভারতের বিবাদ তুঙ্গে ওঠে। সেই সময়ই আবার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিমান মহড়া শুরু করে। যা এককথায় ভারতে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়ার জন্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: সীমান্ত সুরক্ষায় কোনও খামতি থাকবে না : জেনারেল বিপিন রাওয়াত

এর আগে দেশের সেনাবাহিনী সাধারণত ৪০ দিনের গোলাবারুদ মজুত করে রাখত। কিন্তু যুদ্ধের প্রকৃতিগত পদ্ধতিতে বদল আসায় ১৯৯৯ সালে তা কমিয়ে ২০ দিন করে দেওয়া হয়। পরবর্তী সময়ে তা আরও কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবে ২০১৫ সালের এক সমীক্ষায় ক্যাগ ১০ দিনের মজুতকে অনেকটা কম বলে আখ্যা দেয়। সেই সময় এই রিপোর্টের  পর অবশ্য একাধিক ব্যবস্থা নেওয়া হয় কেন্দ্রের তরফে। তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ১৫ দিনের যুদ্ধের জন্য গোলাবারুদ  মজুত করার নির্দেশ দিল সরকার।

আরও পড়ুন: রাজীবের পর তলব ‘বেসুরো’ জিতেন্দ্রকে