নয়াদিল্লি: কৃষকদের জন্য সুখবর। ক্ষুদ্র চাষিদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। মিলবে কোটি কোটি টাকার সুবিধা। কৃষকদের একলপ্তে প্রায় ১০০০ কোটি টাকা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় ঘোষণা করা হল এই প্রকল্পের।
এদিন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, ‘এই প্রকল্পের আওতায় কৃষকদের সাহায্যের জন্য মোট হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। যা কৃষি ব্যবস্থায় বিপ্লব আনবে এবং কৃষকদের ঋণ জাল থেকে অনেকটা রেহাই দেবে।’
কী কী সুবিধা পাবেন কৃষকরা?
চড়া সুদের ঋণ জাল থেকে মুক্তি দেওয়ার মাধ্য়মে ক্ষুদ্র কৃষকদের সাবলম্বী করে তোলা। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের জমির শস্য প্রথমে নিকটবর্তী সরকারি গুদাম ঘরে মজুত করবে। এরপর যখন তাদের শস্যের প্রয়োজনীয়তা অনুযায়ী দাম বৃদ্ধি পাবে, সেই মুহূর্তেই তারা সেগুলি বিক্রি করে প্রকল্পে লোনের উপভোক্তা হতে পারবে ও নিজেদের পরবর্তী ফসল ফলনের ব্যবস্থা করতে সক্ষম হবে।
অবশ্য, শুধুই ক্ষুদ্র কৃষক নয়। এই প্রকল্পের আওতায় উপভোক্তা হতে পারেন মহিলা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম কৃষকরাও। বিগত কয়েক বছরে কৃষি ব্যবস্থার দিকে বিশেষভাবে নজর দিয়েছে কেন্দ্র সরকার। গত সেপ্টেম্বর মাসেই, হরিয়ানার নির্বাচনের আগে মোট ডিজিটাল কৃষিব্যবস্থা প্রকল্পের আওতায় মোট ৭টি প্রকল্পের ঘোষণা করে কেন্দ্র।