Health Minister to Rahul Gandhi: ‘কোভিড বিধি মেনে না চললে ভারত জোড়ো যাত্রা বন্ধ করুন’, রাহুলকে চিঠি কেন্দ্রের
Health Minister to Rahul Gandhi: কোভিড বিধি মানার পরামর্শ দিয়ে রাহুলকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। তাঁকে কোভিড বিধি মেনে না চললে যাত্রা বন্ধ করতেও বলা হয়েছে।
নয়া দিল্লি: করোনা (Corona Pandemic) কাঁটা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশ। কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু করোনাবিধিও শিথিল করা হয়েছে সরকারের তরফে। তবে ভারতে করোনা সংক্রমণ না বাড়লেও বিশ্বের বেশ কিছু দেশে ফের বাড়ছে করোনার চোখ রাঙানি। গত তিন বছরের তুলনায় সবথেকে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির সম্মুখীন হয়েছে চিন। বিশেষজ্ঞদের মতে আগামী ৯০ দিনে চিনে (China) কোভিড আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হতে পারে। আমেরিকার ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড এভিলিউশন নামে এক সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী এপ্রিলে চিনে প্রায় ৩ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। তারপরই ভারতেও নড়েচড়ে বসেছে প্রশাসন। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) করোনা নিয়ে বৈঠকেও বসেন। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে গতকাল চিঠিও পাঠানো হয়েছিল। এই আবহে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। জাতির স্বার্থে ‘ভারত জোড়ো যাত্রায়’ যাতে কোভিড বিধি কঠোরভাবে পালন করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে কংগ্রেস নেতাকে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গতকাল তিনি চিঠি লিখে কংগ্রেস নেতাকে জানিয়েছেন, যদি কংগ্রেসের এই জন সংযোগ যাত্রায় কোভিড প্রোটোকল মেনে চলা সম্ভব না হয় তাহলে এই যাত্রা বন্ধ করা উচিত। বর্তমানে কংগ্রেসের এই যাত্রা রাজস্থানে রয়েছে। তাই রাহুল গান্ধীর পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেও চিঠি লেখেন মনসুখ মাণ্ডব্য। এদিকে কেন্দ্রীয় মন্ত্র্রীর এই চিঠির জবাবে কংগ্রেস সদ্য সমাপ্ত গুজরাট বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার অভিযান তুলে ধরেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘কংগ্রেসের এই যাত্রা নিয়ে ভয় পাচ্ছে বিজেপি। রাহুল গান্ধী ভাল সাড়া পাচ্ছেন এবং এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।’
প্রসঙ্গত, বিশ্বজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের ফলে রাজস্থানে কংগ্রেসের যাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিন বিজেপি সাংসদ। তাঁরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে এই বিষয়টি জানানও। তারপর রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছেন মনসুখ মাণ্ডব্য। তিনি চিঠিতে লিখেছেন, ‘কংগ্রেসের যাত্রার সময় মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার সহ বিভিন্ন কোভিড বিধি মেনে চলার জন্য (রাহুল গান্ধীকে) অনুরোধ করছি। এবং যাঁদের কোভিড টিকা নেওয়া থাকবে তাঁরাই কেবলমাত্র এই যাত্রায় অংশ নিতে পারবেন।’ তিনি চিঠিতে আরও লিখেছেন, ‘যদি এই কোভিডবিধি মেনে চলা না হয় তাহলে নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং দেশকে কোভিড অতিমারি থেকে বাঁচাতে জাতির স্বার্থে এই ভারত জোড়ো যাত্রা বন্ধ করার অনুরোধ করছি।’ তিনি এই চিঠির সঙ্গে রাজস্থানের তিন সাংসদের লেখা চিঠিও পাঠিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এই তিন সাংসদ উল্লেখ করেছেন, যাত্রায় অংশগ্রহণ করার পরই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, ‘এই চিঠি বিভ্রান্ত করার চক্রান্ত।’ তিনি হিন্দিতে বলেন,’গুজরাটে মোদী কি মাস্ক পরে দরজায় দরজায় গিয়ে ভোট চেয়েছিলেন?’ তিনি আরও বলেছেন, ‘রাহুল গান্ধী এখন সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে। এই যাত্রা নিয়ে কথাবার্তা চলছে। এর বড় প্রভাব পড়েছে। তার জন্য মোদী সরকার মাণ্ডব্যকে দিয়ে অজুহাত খাড়া করছেন এবং দেশের জনগণকে এই যাত্রার বিরুদ্ধে আনার চেষ্টা করছে।’