AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

P Chidambaram: বিজয়নের কটাক্ষ, সিএএ ইস্যুতে এবার জবাব চিদম্বরমের

Congress: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই বিষয়কে সামনে রেখে গত কয়েকদিনে সরব হয়েছেন। এদিন চিদম্বরম বলেন, তাঁদের নজরে পাঁচটি আইন রয়েছে। যা প্রত্যাহার করা হবে। তাঁর কথায়, "ম্যানিফেস্টো কমিটির আমি চেয়ারম্যান। আমি প্রত্যেকটা শব্দ লিখেছি, জানি কেন তা লেখা হয়েছে। সিএএ প্রত্যাহার করা হবে, সংশোধন নয়। এটা স্পষ্ট করে দেওয়া হল।"

P Chidambaram: বিজয়নের কটাক্ষ, সিএএ ইস্যুতে এবার জবাব চিদম্বরমের
পি চিদম্বরম। ফাইল চিত্র।
| Updated on: Apr 22, 2024 | 12:12 AM
Share

নয়া দিল্লি: কংগ্রেসের ইস্তাহারে সিএএ-র উল্লেখ না থাকাকে নিয়ে চরম সমালোচনা করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এবার তা নিয়ে মুখ খুললেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরম। রবিবার এক সাংবাদিক সম্মেলনে চিদম্বরম বলেন, ইস্তাহারে উল্লেখ না থাকলেও, কংগ্রেসের লক্ষ্য সিএএ রদ করা।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই বিষয়কে সামনে রেখে গত কয়েকদিনে সরব হয়েছেন। এদিন চিদম্বরম বলেন, তাঁদের নজরে পাঁচটি আইন রয়েছে। যা প্রত্যাহার করা হবে। তাঁর কথায়, “ম্যানিফেস্টো কমিটির আমি চেয়ারম্যান। আমি প্রত্যেকটা শব্দ লিখেছি, জানি কেন তা লেখা হয়েছে। সিএএ প্রত্যাহার করা হবে, সংশোধন নয়। এটা স্পষ্ট করে দেওয়া হল।”

চিদম্বরম আরও বলেন, ইন্ডিয়া ব্লকের সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই সিএএ বাতিল করা হবে। একইসঙ্গে বিজয়নের দাবিও উড়িয়ে দেন তিনি। বিজয়ন বলেছিলেন, কংগ্রেস এই আইনের বিরোধিতা করেনি। চিদম্বরম বলেন, শশী থারুর সংসদে দাঁড়িয়ে এ নিয়ে সরব হয়েছিলেন।

এনডিএ বিরোধী ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে সর্বভারতীয় স্তরে। তাতে কংগ্রেস, বাম সকলেই শরিক। তবে প্রথম থেকেই কেরলে এই ইন্ডিয়া মঞ্চের ভূমিকা প্রশ্নের মুখে। কেরলের ওয়ানাড থেকে রাহুল গান্ধীর নাম ঘোষণা করে কংগ্রেস। এদিকে এ কেন্দ্রে আগেই সিপিআইয়ের অ্যানি রাজাকে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। রাহুলের প্রার্থী হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেছিলেন বিজয়ন। প্রশ্ন তুলেছিলেন, “আমরা কি বলতে পারব রাহুল কে সুরেন্দ্রনের (বিজেপি প্রার্থী) বিরুদ্ধে লড়ছেন? আমরা কি বলতে পারব তিনি কেরলে এসেছেন বিজেপির বিরুদ্ধে লড়তে? তিনি এখানে লড়াই করতে এসেছেন এলডিএফের বিরুদ্ধে।”