রাজপথে রাহুল, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন শীর্ষ কংগ্রেস নেতৃত্ব
আজ সকালেই দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দলের মুখ্য কার্যালয়ে দেখা করেন রাহুল গান্ধী। সেখানে আজকের কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনাও করেন তিনি।
নয়া দিল্লি: কৃষকদের দাবি নিয়ে এবার পথে নামল কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার দুই কোটি কৃষকের সই নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কাছে একটি স্মারকলিপি জমা দেবেন কংগ্রেস নেতৃত্বরা। রাষ্ট্রপতি ভবন যাওয়ার জন্য বিজয় চক থেকে পায়ে হেটেই মিছিল করবেন কংগ্রেসের শীর্ষ নেতারা, মিছিলের নেতৃত্বে থাকবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
মঙ্গলবারই কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কে সি ভেনুগোপাল (VK Venugopal) জানিয়েছিলেন, কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারে হস্তক্ষেপের দাবি জানিয়ে কংগ্রেসের শীর্ষনেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। আইন প্রত্যাহারে দেশজুড়ে দুই কোটি কৃষকের সই সংগ্রহ করেছে কংগ্রেস, তাও একটি স্মারকলিপি হিসাবে জমা দেওয়া হবে।
Delhi: Congress leader Rahul Gandhi meets senior party leaders & MPs at party headquarters.
He is scheduled to lead a march from Vijay Chowk to Rashtrapati Bhavan to submit to the President a memorandum containing 2 crore signatures seeking his intervention in farm laws issue. pic.twitter.com/0JaggZsWdM
— ANI (@ANI) December 24, 2020
আজ সকালেই দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দলের মুখ্য কার্যালয়ে দেখা করেন রাহুল গান্ধী। সেখানে আজকের কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনাও করেন তিনি। পদযাত্রা শুরুর আগে কংগ্রেস নেতা শশী থারুর (Sashi Tharoor) বলেন, “আমরা পায়ে হেটে রাষ্ট্রপতি ভবন যাব। আমরা চাই, কৃষকদের সঙ্গে পরামর্শ না করেই সরকার যে আইন পাশ করেছে, তার ভুল স্বীকার করে নিক। সরকারকে পথ দেখাতে রাষ্ট্রপতিরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমি মনে করি।”
We will march to Rashtrapati Bhavan. We want govt to atone for their complete lack of consulting farmers before passing these bills. I think President has an important moral role in encouraging & guiding govt to not stand on their legislative pride: Congress leader Shashi Tharoor pic.twitter.com/jT3VTLsmnr
— ANI (@ANI) December 24, 2020
আরও পড়ুন: ভারতে হানা দিল করোনার নতুন ‘স্ট্রেন!’ ভাইরাস নিয়েই ট্রেন সফর আক্রান্তর
কৃষকদের লাগাতার আন্দোলন ও বিরোধীদের সমালোচনার মুখে পড়ে আগামীকাল ছয় রাজ্যের কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এছাড়াও কিষাণ নিধি প্রকল্পের আওতায় থাকা নয় কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকাও পাঠাবেন প্রধানমন্ত্রী। গতকালই প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয় এই কথা।
এর আগে পাঁচ দফায় কৃষকদের সঙ্গে আলোচনায় বসলেও সমস্যার কোনও সুরাহা হয়নি। দুই পক্ষই নিজেদের দাবিতে অনড় থেকেছে। ষষ্ঠ দফার বৈঠকও বাতিল করে দিয়েছিল কৃষকরা। সরকারকে সরাসরি আক্রমণ করতেও ছাড়েনি আন্দোলনকারী কৃষকরা।
সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar) অম্বালা যাওয়ার পথে কৃষকদের কালো পতাকার সামনে পড়ে ফিরে যেতে বাধ্য হন। সেই ঘটনায় এবার মামলা দায়ের করল পুলিস। অম্বালার ডিএসপি মদন লালা জানান, ১৩জন কৃষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।
অন্যদিকে, উত্তর প্রদেশের (Uttar Pradesh) পশ্চিমভাগ থেকে প্রায় ২০ হাজার কৃষক কেন্দ্রের কৃষি আইনের সমর্থনে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করল। বিগত প্রায় এক মাস ধরে দিল্লির সীমান্তে কৃষি আইনের বিরোধিতা জানিয়ে আন্দোলন করছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। সেখানে কৃষি আইনের সমর্থকরা পৌঁছলে ধুন্ধুমার বাঁধতে পারে, এমনটাই আশঙ্কা পুলিসের।
আরও পড়ুন: বড় দিনেই ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকা, কথা বলবেন খোদ প্রধানমন্ত্রী