Congress MP on Trump: ‘আমাদের অর্থনীতি মোটেই মৃত নয়’, ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেস সাংসদের
Congress MP on Trump: কংগ্রেস সাংসদের মতে, যদি কেউ দাবি করে থাকেন যে তিনি আমাদের অর্থনীতি শেষ করে দেবেন, তাহলে তিনি ভুল বুঝছেন। এভাবে ট্যারিফ চাপানোও ঠিক নয় বলে মন্তব্য করেছেন তিনি।

নয়া দিল্লি: ভারতের অর্থনীতি মোটেই মৃত নয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করলেন কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা। সম্প্রতি ট্রাম্প বলেছেন, ভারত ও রাশিয়ার অর্থনীতি মৃতপ্রায়। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া
দিতে গিয়ে সাংসদ মনে করিয়ে দিয়েছেন, কীভাবে ভারতে পরপর অর্থনৈতিক সংস্কার হয়েছে।
সদ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। ভারত থেকে আমদানি করা সমস্ত পণ্যের উপরেই এই শুল্ক বসানো হবে। পাশাপাশি আবার ভারতের জন্য পেনাল্টি বা জরিমানার কথাও বলেছেন ট্রাম্প। এরপরই ভারত-রাশিয়াকে আক্রমণ করেন তিনি। ট্রাম্প বলেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে আমার কিছু যায় আসে না। ওরা ওদের মৃত অর্থনীতিকে নিয়ে ডুবুক, আমার কিছু যায় আসে না।”
ট্রাম্পের এই বক্তব্য প্রসঙ্গে রাজীব শুক্লা এদিন সংবাদসংস্থা এএনআই-কে সামনে বলেন, “ট্রাম্প যা বলছেন, তা ঠিক নয়। ভারতের অর্থনীতি মোটেই মৃত নয়। পি ভি নরসিংহ রাও ও মনমোহন সিং-এর সময়ে অর্থনৈতিক সংস্কার হয়েছে। অটল বিহারী বাজপেয়ী সেই সংস্কার এগিয়ে নিয়ে গিয়েছেন। বর্তমান সরকার সেই বিষয়ে কাজ করছে। আমাদের আর্থিক অবস্থা মোটেই দুর্বল নয়।“
কংগ্রেস সাংসদের মতে, যদি কেউ দাবি করে থাকেন যে তিনি আমাদের অর্থনীতি শেষ করে দেবেন, তাহলে তিনি ভুল বুঝছেন। এভাবে ট্যারিফ চাপানোও ঠিক নয় বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, ‘প্রত্যেক দেশের অন্য দেশের সঙ্গে ব্যবসা করার অধিকার আছে।’ রাশিয়া থেকে আমদানির বিরোধিতা করা এভাবে ঠিক নয় বলেও উল্লেখ করেন রাজীব শুক্লা।
