Shashi Tharoor: ডেস্ক টপকে কথা সুপ্রিয়া সুলের সঙ্গে, ভাইরাল ভিডিয়ো দেখে শশী বললেন, ‘কুছ তো লোগ কহেঙ্গে…’
Shashi Tharoor on Viral Video: ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, কংগ্রেস নেতা শশী থারুর ঝুঁকে সুপ্রিয়া সুলের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা বলছেন। কথা বলার সুবিধার জন্য শশী থারুর বেশ কিছুটা সরেও আসেন।
নয়া দিল্লি: লোকসভায় (Lok Sabha) সাংসদরা কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে(Supriya Sule)-র বার্তালাপই আপাতত নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে। পরপর দুটি বেঞ্চে বসা দুই সাংসদের বার্তালাপ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে মিম (Meme)। এবার যাবতীয় জল্পনায় ইতি টেনে কংগ্রেস সাংসদ জানালেন কী বিষয়ে তারা কথা বলছিলেন। টুইটে শশী থারুর জানান, কোনও গল্প নয়, সুপ্রিয়া সুলে তাঁকে একটি প্রশ্ন করেছিলেন, তার জবাব দিতেই তিনি ঝুঁকে কথা বলছিলেন। যাতে লোকসভার কার্যপ্রক্রিয়া ব্যহত না হয় এবং সামনের বক্তা কোনওভাবে বিরক্ত না হন, সেই কারণেই তিনি ওভাবে কথা বলেছিলেন।
মঙ্গলবার লোকসভায় আলোচনা করা হচ্ছিল ইউক্রেনের পরিস্থিতি নিয়ে। এই বিষয়ে বক্তব্য রাখছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা। পরবর্তী বক্তা ছিলেন এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, কংগ্রেস নেতা শশী থারুর ঝুঁকে সুপ্রিয়া সুলের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা বলছেন। কথা বলার সুবিধার জন্য শশী থারুর বেশ কিছুটা সরেও আসেন।
For all those who've been enjoying themselves at @supriyaSule's &my expense over our brief exchange in the Lok Sabha, she was asking me a policy question because she was about to speak next. She was speaking softly so as not to disturb FarooqSahib, so i leaned over to hear her.?
— Shashi Tharoor (@ShashiTharoor) April 7, 2022
এদিকে, নেটাগরিকদের চোখে ওই বার্তালাপ ধরা পড়তেই তারা সেটি নিয়ে মিম বানিয়ে দেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী ফারুক আবদুল্লার ভাষণের জায়গায় সম্প্রতিই মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা “পুস্পা:দ্য রাইজ” সিনেমার “শিভালি” গানটি বসিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ওই ভি়ডিয়োটি। এক টুইটার ব্যবহারকারী লেখেন, “শশী থারুর শেখাচ্ছিলেন যে কাজ ও জীবনের ভারসাম্য বজায় রাখা জরুরি”।
College kid couldn’t have done this better .. so intense pic.twitter.com/jHU8g9EYJp
— Harsha ?? (@andyhash18) April 6, 2022
ভাইরাল মিম নজরে আসতেই শশী থারুর এদিন টুইটে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যারা লোকসভায় আমার ও সুপ্রিয়া সুলের বার্তালাপ নিয়ে মজা পাচ্ছিলেন, তাদের জানিয়ে রাখি উনি (সুপ্রিয়া সুলে) আমাকে নীতি সংক্রান্ত একটি প্রশ্ন করছিলেন কারণ পরবর্তী বক্তা তিনিই ছিলেন। যাতে ফারুক আবদুল্লা সাহিব বিরক্ত না হন, সেই কারণে তিনি ধীরে ধীরে কথা বলছিলেন। তাই আমিও ওনার কথা শোনার জন্য সামনের দিকে ঝুঁকে গিয়েছিলাম।”
পরবর্তী আরেকটি টুইটে কংগ্রেস সাংসদ রাজেশ খান্না-শর্মিলা ঠাকুরের “অমর প্রেম” সিনেমার “কুছ তো লোগ কাহেঙ্গে, লোগো কা নাম হ্যায় কাহেনা” গানটির লাইন তুলে ধরেন এবং সুপ্রিয়া সুলেকেও সেই টুইটে ট্যাগ করেন।
আরও পড়ুন: RBI Cardless Cash Withdrawal: এটিএমে টাকা তুলতে আর লাগবে না কার্ড! বড় ঘোষণা করল আরবিআই