Building collapsed: ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, উদ্ধার দেহ

Maharashtra: ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ বহুতল। ওই বহুতলের নীচে চাপা পড়েছে নির্মাণকর্মী-সহ স্থানীয় কয়েকজন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের দোম্বিভিলিতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল।

Building collapsed: ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, উদ্ধার দেহ
ভেঙে পড়ল বহুতল।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 10:13 PM

মুম্বই: হঠাৎ করেই ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ বহুতল। ওই বহুতলের নীচে চাপা পড়েছে নির্মাণকর্মী-সহ স্থানীয় কয়েকজন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের দোম্বিভিলিতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হতেই উদ্ধার হয় একটি দেহ। এখনও উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

কল্যাণ দোম্বভিলি পুরসভার (KDMC) অন্তর্গত আয়ার গ্রাম এলাকায় ‘আদিনারায়ণ ভবন’ নামে তিনতল বিশিষ্ট একটি বহুতল নির্মাণ হচ্ছিল। বহুতলটির অনেকাংশের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। মোট ৪৪ জন বাসিন্দা ছিল বহুতলে। তাঁরা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কেঁপে উঠেছিল বহুতলটি। তারপর এদিন বিকাল পৌনে ৬টা নাগাদ ভেঙে পড়ে বহুতলটি। তারপর উদ্ধারকাজ শুরু হতেই ৫৫ বছর বয়সি একজনের দেহ উদ্ধার হয়। এছাড়া আরও অনেকে চাপা পড়ে রয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে KDMC কর্তৃপক্ষ। শেষ পাওয়া খবর পর্যন্ত উদ্ধারকাজ চলছে। বহুতলের সমস্ত বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে। যদিও বহুতলটি কেন ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

গত সপ্তাহেই এরকম এক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গ্রেটার নয়ডা। সেখানে একটি নির্মীয়মাণ বহুতলের লিফট ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় লিফটের ভিতর নির্মাণকর্মীরাই ছিলেন। ঘটনায় ৭ নির্মাণকর্মীর মৃত্যু হয়।