Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID in India: কোভিড সংক্রমণ বাড়ল! চার মাস পর দেশের দৈনিক আক্রান্ত ৮০০ ছাড়াল

Coronavirus cases: ১২৬ দিন পর দেশে আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৮৪১ জন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি রয়েছে।

COVID in India: কোভিড সংক্রমণ বাড়ল! চার মাস পর দেশের দৈনিক আক্রান্ত ৮০০ ছাড়াল
প্রতীকী ছবি : সৌজন্যে (PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 3:25 PM

নয়াদিল্লি: ফের ভারতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রায় ৪ মাস পর এক দিনে আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেল। গত তিন-চার ধরে দৈনিক আক্রান্তের গ্রাফ কিছুটা উর্ধ্বমুখী। শুক্রবার প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছিল দৈনিক আক্রান্ত ছিল ৭৯৬, তার আগের দিন ছিল ৭৫৪। নতুন আক্রান্তের জেরে দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৯ এ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গোটা অতিমারি পর্বে দেশে কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৯৪ হাজার ৩৪৯। কোভিডের সংখ্যা বাড়ার সঙ্গে মৃত্যুর ঘটনাও ঘটেছে মহারাষ্ট্রে এক জন এবং কেরলে ২ জনের মৃত্যু হয়েছে। এই দুই রাজ্যেই আক্রান্তের সংখ্যা বেশি।

১২৬ দিন পর দেশে আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৮৪১ জন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি রয়েছে। মহারাষ্ট্র, কেরল, কর্নাটক এবং তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে তা অনেকটাই কম। ওড়িশা, ছত্তীসগঢ়, বিহারেও আক্রান্তের সংখ্যা খুবই কম। তবে দিল্লি ও গুজরাতে ৫০ ছাড়িয়েছে দৈনিক আক্রান্ত। মাস কয়েক পর নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে সুস্থতার হার ৯৮ শতাংশেরও বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ৪.৪৬ কোটি আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪.৪১ কোটি।

মাস চারেক পর ৮০০ ছাড়ালেও দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২০২০ সালের এপ্রিল-মে থেকেই বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে তা মাত্রা ছাড়া হয়েছিল। দেশে দৈনিক আক্রান্ত এক লক্ষ ছাড়িয়েছিল। দেশে রোজ মৃত্যু হত কয়েক হাজার। এর পর টিকাকরণ হয়েছে দেশজুড়ে। তার পর থেকে কোভিড সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে করোনা একে বারে বিদায় নেয়নি। তবে তার শক্তি অনেকটাই কমেছে। টিকায় সুরক্ষার মধ্যে দেশে বিভিন্ন প্রান্তে কিছু লোক আক্রান্ত হচ্ছেন করোনায়।