Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Child Covid Cases: নয়ডায় নতুন করোনা আক্রান্তদের মধ্যে ২৫ শতাংশই শিশু

Child Covid Cases: গত এক সপ্তাহে নয়ডায় যতজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে, তার মধ্যে ২৫ শতাংশই শিশু। স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।

Child Covid Cases: নয়ডায় নতুন করোনা আক্রান্তদের মধ্যে ২৫ শতাংশই শিশু
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 3:08 PM

নয়ডা : করোনার প্রকোপ কমে গিয়েছে বলে অনেক জায়গায়তেই বিধি-নিষেধে ছাড় দেওয়া হয়েছে। মাস্ক পরার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে কোথাও কোথাও। খুলেছে স্কুল। পড়ুয়ারা নিত্যদিন স্কুলেও যাচ্ছে। আর এই আবহেই ফের নতুন করে উঁকি দিচ্ছে আশঙ্কার মেঘ। একদিকে দিল্লি প্রায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর অন্যদিকে, উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে আক্রান্ত হল একাধিক শিশু। বৃহস্পতিবার জেলার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, গৌতম বুদ্ধ নগরে গত কয়েদিনে করোনা আক্রান্ত হয়েছে ১৬ জন শিশু। বর্তমানে ওই জেলায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬।

গত এক সপ্তাহে যত সংখ্যক শিশু আক্রান্ত হয়েছে, তার প্রায় ২৫ শতাংশই শিশু। জেলার স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছে মোট ৪৩ জন, তার মধ্যে ১৬ জনই শিশু। তবে এর মধ্যে ১০ জন শিশু সুস্থ হয়ে উঠেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সুনীল কুমার শর্মা জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জনের বয়স ১৮ বছরের নীচে। আর গত এক সপ্তাহে নতুন করে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তার মধ্যে ২৫ শতাংশের বেশিই শিশু।

উদ্বেগ বাড়তে থাকায় নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলগুলিতে। উপসর্গ দেখা গেলে সতর্ক থাকতে হবে, এই বার্তা দেওয়া হয়েছে সেই নির্দেশিকায়।

গত সোমবার, গাজিয়াবাদের দুটি বেসরকারি স্কুলে তিন জন ছাত্রের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। অন্যদিকে নয়ডার একটি স্কুলের তিন শিক্ষক-সহ ১৬ জন আক্রান্ত হয়েছে করোনায়। এই পরিস্থিতিতে গাজিয়াবাদের ইন্দিরাপুরমের একটি স্কুল তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, এক সপ্তাহের জন্য অনলাইন মাধ্য়মে ফিরে গিয়েছে নয়ডার ওই স্কুলটি। গোটা দেশেও কিছুটা বেড়েছে দৈনিক কোভিড সংক্রমণ।

আরও পড়ুন : Meghalaya Assembly Election 2023: মেঘালয়ে ভোটে লড়ছে তৃণমূল, মে’র শুরুতেই সফরে অভিষেক