Cyclone Asani: ১৩২ বছরে এমন ঘটনা ঘটেনি আন্দামানে, জারি হল কড়া সতর্কবার্তা

Cyclone Asani: ১৮৯১ থেকে ২০২২-এর মধ্যে মাত্র ৮ বার মার্চ মাসে এমন ঝড় দেখা গিয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন।

Cyclone Asani: ১৩২ বছরে এমন ঘটনা ঘটেনি আন্দামানে, জারি হল কড়া সতর্কবার্তা
আছড়ে পড়তে পারে সাইক্লোন
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2022 | 6:16 PM

নয়া দিল্লি: চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় আসন্ন। দিন কয়েকের মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি। মৌসম ভবনের তরফ থেকে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। আর তার জেরেই এই ঘূর্ণিঝড় ধেয়ে আসবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, মঙ্গলবারই তৈরি হয়েছে সেই নিম্নচাপ। সেই নিম্নচাপ সাইক্লোনে পরিনত হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে ধেয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী ২০ মার্চ, রবিবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল ঘেঁষে সেই ঝড় এগিয়ে যাবে। আর তার জেরে আগামী দু দিন ধরে ব্যাপক বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।

আন্দামান নিকোবর উপকূল ধরে এগিয়ে গিয়ে সোজা বাংলাদেশ-মায়ানমার উপকূলের কাছে পৌঁছে যাবে সেই সাইক্লোন। বছরের প্রথম এই সাইক্লোনের নামকরণ করা হয়েছে অশনি। শ্রীলঙ্কা এই নামকরণ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়ের কারণে প্রবল বৃষ্টি নামবে। আন্দামান নিকোবরে বন্যা পরিস্থিতি তৈরির হতে পারে সেই বৃষ্টির জেরে। তাই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সবরকমের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখা হচ্ছে। রাজ্যপালের কাছে আন্দামানের সাংসদ কূলদীপ রাই আবেদন জানিয়েছেন, যাতে ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। যদি আবহাওয়া দফতরের এই পূর্বাভাস সত্যি হয়, তাহলে আন্দামান বহু বছর পর এরকম ঝড়ের সাক্ষী থাকবে। গত ১৩২ বছরে কখনও মার্চ মাসে সাইক্লোন আছড়ে পড়তে দেখা যায়নি আন্দামানে।

আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ১৮৯১ থেকে ২০২২-এর মধ্যে মাত্র ৮ বার মার্চ মাসে এমন ঝড় দেখা গিয়েছে। আরব সাগরে ২ বার ও বঙ্গোপসাগরে ৬ বার এমন ঝড় দেখা গিয়েছে।

আরও পড়ুন : Russia-India Trade: দেশের তেলের প্রয়োজন মেটানোই লক্ষ্য! রাশিয়া থেকে সস্তায় ৩০ লাখ ব্যারেল তেল আসছে ভারতে