Russia-India Trade: দেশের তেলের প্রয়োজন মেটানোই লক্ষ্য! রাশিয়া থেকে সস্তায় ৩০ লাখ ব্যারেল তেল আসছে ভারতে

Indian Oil Corporation: ভারতের স্পষ্ট অবস্থান - দেশের তেলের প্রয়োজন মেটানোটাই লক্ষ্য। সাউথ ব্লক সূত্রে দাবি করা হচ্ছে, ভারতে তেল আমদানি নিয়ে রাজনীতি কাম্য নয়। রাশিয়া থেকে সস্তায় ৩০ লাখ ব্যারেল তেল কিনেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil)।

Russia-India Trade: দেশের তেলের প্রয়োজন মেটানোই লক্ষ্য! রাশিয়া থেকে সস্তায় ৩০ লাখ ব্যারেল তেল আসছে ভারতে
সস্তায় তেল কিনছে ইন্ডিয়ান অয়েল
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2022 | 5:05 PM

নয়া দিল্লি : ইউক্রেনের উপর রাশিয়া হামলা (Ukraine – Russia War) চালানোর বেজায় চটে রয়েছে আমেরিকা তথা পশ্চিমী দেশগুলি। একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু ভারত নিজের অবস্থানে স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও রাশিয়া – ইউক্রেন যুদ্ধ আবহ নিয়ে বলেছিলেন, দুই দেশের সঙ্গে ভারতের স্বার্থ জড়িয়ে রয়েছে। রাশিয়া – ইউক্রেন যুদ্ধের আবহে গোটা বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে তেল এবং এই ইস্যুতে শুরু থেকেই কড়া অবস্থান নয়া দিল্লির। সবার আগে দেশের প্রয়োজনকে গুরুত্ব নয়া দিল্লির। আর এতে মার্কিন মুলুকের আপত্তিকে আমল দিতে নারাজ সাউথ ব্লক। ভারতের স্পষ্ট অবস্থান – দেশের তেলের প্রয়োজন মেটানোটাই লক্ষ্য। সাউথ ব্লক সূত্রে দাবি করা হচ্ছে, ভারতে তেল আমদানি নিয়ে রাজনীতি কাম্য নয়। রাশিয়া থেকে সস্তায় ৩০ লাখ ব্যারেল তেল কিনেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil)।

উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞার মাঝেই তেল কেনা নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন হোয়াইট হাউসের মুখপাত্র। কিন্তু সেই সব আপত্তি কোনওভাবেই দেশের প্রয়োজনের ঊর্ধ্বে নয়, সেই অবস্থান স্পষ্ট সাউথ ব্লকের। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি গতরাতে স্পষ্ট করে দিয়েছেন, একমাত্র ভারতই যে রাশিয়া থেকে তেল কিনছে এমন নয়। ইউরোপ ও পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে অন্তত ১৭ টি দেশ রাশিয়া থেকে তেল কিনছে। এর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স সহ অন্যান্য দেশগুলি। এখানেই ভারত সরকারের বক্তব্য, ভারত এমন কী করছে, যা অন্যান্য পাশ্চাত্য দেশগুলি করছে না?

পরবর্তী সময়ে বিদেশ মন্ত্রক সূত্র মারফত আরও জানা যায়, মার্কিন মুলুক থেকে যে প্রচ্ছন্ন হুমকি এসেছে, কম দামে তেল কেনার বিষয়টিকে কেন্দ্র করে, সেটির কোনওরকম তোয়াক্কা করছে না দিল্লি। মোদী সরকারের থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভারতের শক্তির চাহিদাগুলির দিকে ভারত নজর রাখবে। বিদেশ মন্ত্রক সূত্রে আরও খবর, এই মুহূর্তে ভারতে যে পরিমাণ তেল ব্যবহার করে, তার মাত্র ১ শতাংশ বা তারও কম রাশিয়া থাকে আসে। এ ক্ষেত্রে অনেকটাই আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, এমনকী ৭.৮ শতাংশ আসে আমেরিকা থেকে। এ ক্ষেত্রে ১ শতাংশের কম পরিমাণ যদি ভারত কম দামে পায়, তাহলে তা কেন নেওয়া হবে না? যুক্তি সাউথ ব্লকের। এর পাশাপাশি, এটি ভারতের নিজস্ব শক্তির চাহিদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যও জরুরি। অর্থাৎ, পাশ্চাত্য দেশগুলির চাপ তৈরির যে কৌশল, তা কার্যত উড়িয়ে দিয়েছে ভারত।

আরও পড়ুন : Vladimir Putin: বিষম বিপাকে পুতিন, ‘বোটক্স’ করানো বন্ধ! ধরা পড়ে যাবে আসল বয়সটা?