Vladimir Putin: বিষম বিপাকে পুতিন, ‘বোটক্স’ করানো বন্ধ! ধরা পড়ে যাবে আসল বয়সটা?

Vladimir Putin: ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ২৩ দিন অতিক্রান্ত হয়েছে। এখনও রাশ টানতে চাইছে না মস্কো।

Vladimir Putin: বিষম বিপাকে পুতিন, 'বোটক্স' করানো বন্ধ! ধরা পড়ে যাবে আসল বয়সটা?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ফাইল ছবি)Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2022 | 2:35 PM

মস্কো : ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে কার্যত খলনায়ক হয়ে উঠেছেন রুশ প্রেসিডেন্ট। তবে সামরিক অভিযানের অনেক আগে থেকেই চর্চায় থাকা রাষ্ট্রনেতাদের মধ্যে একজন এই ভ্লাদিমির পুতিন। ৬৯ বছর বয়সেও তাঁর সুঠাম চেহারা রীতিমতো নজর কাড়ে। গত ১০ বছর ধরে একটানা রুশ প্রেসিডেন্টের আসনে থাকা পুতিনের ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। কী ভাবে ৭০- এর দোরগোড়ায় দাঁড়িয়েও তাঁর মুখে কোনও ভাঁজ পড়েনি, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। একসময় সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল তারুণ্য ধরে রাখার সেই রহস্য। কিন্তু যুদ্ধের পরিস্থিতি সেই পথেও বাধা পড়েছে বসে সূ্ত্রের খবর।

কী সেই রহস্য?

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের তলায় বা কপালের চামড়ায় এক স্বাভাবিক ভাঁজ পড়তে শুরু করে। কিন্তু পুতিনের ক্ষেত্রে তেমনটা দেখা যায়। একসময় সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল, পুতিনের বয়স ধরে রাখার সেই রহস্য। জানা যায়, ‘বোটক্স’ ব্যবহার করেন তিনি। ‘বোটক্স’ আদতে একটি সংস্থার নাম, যারা এমন একটি পণ্য বিক্রি করেন যা ব্যবহার করলে চোখের তলার বা কপালের ভাঁজ মুছে যায়। আসলে বোটক্স ব্যবহার করে বিশেষ স্নায়ু ও বিশেষ পেশীতে এমন পরিবর্তন আনা সম্ভব, যাতে বয়সের স্বাভাবিক ভাঁজ ধরা পড়ে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেই সব পণ্য ব্যবহার করেন পুতিন।

কী ভাবে ফাঁস হল সেই রহস্য?

২০১১ সালে রুশ প্রধানমন্ত্রী হিসেবে কিয়েভে গিয়েছিলেন পুতিন। সেখানে তোলা একটি ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যেখানে তাঁর চোখের তলার ভাঁজ বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেই ভাঁজ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই হঠাৎ পরিবর্তন দেখা যায় পুতিনের মুখে-চোখে। আলোচনার মাত্রা এত বেশি ছিল যে, পুতিনের মুখপাত্র ব্যাখ্যা দিয়ে জানান আলো এমনভাবে পড়েছিল যাতে ভাঁজ বোঝা যাচ্ছিল। পুতিন ক্লান্ত ছিলেন বলেও উল্লেখ করা হয়েছিল। পরে চিকিৎসকদের থেকে জানা যায়, ত্বকের জৌলুশ ধরে রাখতে বিভিন্ন ধরনের চিকিৎসার সাহায্যও নেন পুতিন। সেই সময়েই ‘বোটক্সে’র বিষয়টি সামনে আসে।

‘বোটক্স’ কি আর করাতে পারবেন না পুতিন?

পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা করার পর থেকেই বিভিন্ন সংস্থা মস্কো থেকে সরে গিয়েছে। যুদ্ধের প্রতিবাদে রাশিয়ায় ব্যবসা বন্ধ করে দিয়েছে অনেক সংস্থা। এর মধ্যে রয়েছে অনেক ওষুধ বা প্রসাধনী সংস্থাও। এলি লিলি অ্যান্ড কো, নোভার্তিস, অ্যাবিভি ইঙ্কের মতো সংস্থা গত সপ্তাহে জানিয়ে দিয়েছে যে ক্যান্সার বা ডায়াবেটিসের মতো কঠিন রোগের ওষুধ ছাড়া রাশিয়ায় আর কিছু বিক্রি করবে না তারা। জরুরি নয় এমন পণ্য বিক্রি করা হবে না। আর এই অ্যাবিভি নামক সংস্থাই তৈরি করে বোটক্স। তাই সেই প্য বিক্রি না হলে ব্যবহার করতে পারবেন না পুতিনও। অনেকেই বলছেন, এবার কি তবে ফিরে আসবে তাঁর চোখের তলার ভাঁজ?

আরও পড়ুন : Russia-Ukraine Conflict: স্কুল বলতে আর কিছু নেই, ধ্বংসস্তূপ থেকেই টেনে হিচড়ে বের করা হচ্ছে দেহ! ভয়ঙ্কর অবস্থা মেরেফার