DA case in Supreme Court: সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা শুনবেন বিচারপতি দীপঙ্কর দত্ত
DA case of West Bengal in Supreme Court: সুপ্রিম কোর্টে, রাজ্যের ডিএ মামলার শুনানি হবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা শুনবেন বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Datta)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর), এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এর আগে বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলার শুনানি চলছিল। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্টার এক বিজ্ঞপ্তি জারি করে জানান, বেঞ্চে বদল ঘটেছে। বিচারপতি ঋষিকেশ রায়ের সঙ্গে এই বেঞ্চে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে সদ্য নিযুক্ত বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁদের বেঞ্চই ডিএ মামলার শুনানি করবে। নব নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত একসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। সেই সময়ে একাধিক মামলায় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তাই, তাঁর এজলাশে এই মামলার শুনানি হলে এই মামলায় তাঁরাই সাফল্য পাবেন বলে আশা করছেন সরকারি কর্মচারীদের একাংশ।
গত সোমবারই সুপ্রিম কোর্টে রাজ্যের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানির হওয়ার কথা ছিল। তবে শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর মধ্যে এই মামলার সব পক্ষকে নিজেদের সংক্ষিপ্ত যুক্তি লিখিত আকারে জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত। এদিন সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিচারপতি দীনেশ মহেশ্বরী আদালতে থাকছেন না। তাই, শীর্ষ আদালতের ৭ নম্বর কোর্টে বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ বসবে না। এই বেঞ্চে যে মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল, তা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে শোনা হবে।
২০০৬ সালের ২২ জুনে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ২০২০ সালের ২৮ এপ্রিল তাঁকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন পুলিশ সংক্রান্ত মামলার বিচার করতেন তিনি। বীরভূমে বিজেপি-তৃণমূল সংঘাত, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হুমকি ভাষণ সংক্রান্ত একাধিক বিতর্কিত মামলার বিচারের দায়িত্বে ছিলেন তিনি। পাড়ুই-মামলায় অনুব্রত মণ্ডলের প্রতি পুলিশ-প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।