AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুম্বইয়ের হোটেল থেকে উদ্ধার সাংসদের দেহ

দাদরা ও নগর হাভেলির সাংসদের দেহ উদ্ধার মুম্বইয়ের মেরিন ড্রাইভের (Marine Drive) হোটেল থেকে

মুম্বইয়ের হোটেল থেকে উদ্ধার সাংসদের দেহ
আত্মহত্যা না অন্য কারণ, জানা যাবে ময়নাতদন্তের পর
| Edited By: | Updated on: Feb 22, 2021 | 5:13 PM
Share

মুম্বই: হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক সাংসদের দেহ। সোমবার মুম্বইয়ের একটি হোটেল পাওয়া গিয়েছে সাংসদ মোহন দেলকারের (MP Mohan Delkar) দেহ। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। দাদরা ও নগর হাভেলির সাংসদ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

মহারাষ্ট্রের মেরিন ড্রাইভের একটি হোটেল থেকে সাংসদের দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মেরিন ড্রাইভের সি গ্রিন হোটেলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘর থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব বলে জানিয়েছে মুম্বই পুলিশ। মুম্বইয়ের জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ।

আরও পড়ুন: বড় খবর! প্রাইমারি টেটের নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

আগে কংগ্রেসের সদস্য ছিলেন মোহন দেলকার। পরে কংগ্রেস ছেড়ে স্বাধীনভাবে ভোটে লড়েন তিনি। ২০১৯-এ দাদরা ও নগর হাভেলি কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি। গত বছর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক হয় তাঁর। দাদরা ও নগর হাভেলির স্থানীয় একটি ভোটের জন্য জেডিইউকে সমর্থন করেন তিনি।