‘আমায় আর জেলে যেতে হবে না যদি…’, কাতর আর্জি কেজরীর, শোনালেন তিহাড়ের কালকুঠুরির গল্প
Arvind Kejriwal: বিজেপিকে আক্রমণ করে কেজরীবাল বলেন, "আমায় গ্রেফতার করা হয়েছে কারণ আমি কাজ করেছি। আমার শুধুমাত্র দোষ যে আমি দিল্লি-এনসিআরের জন্য স্কুল তৈরি করেছি। আমায় ওরা জেলে পাঠিয়েছে কারণ আমি আপনাদের জন্য কাজ করেছি। বিজেপি চায় না যে দিল্লিবাসীর জন্য কোনও কাজ হোক।"
নয়া দিল্লি: আর জেলে ফিরতে চান না কেজরীবাল। জনগণের কাছে তাই জানালেন কাতর আর্জি। রবিবার দিল্লির মোতি নগর এলাকায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) জনগণের কাছে আর্জি জানিয়ে বলেন যে তাঁকে তিহাড় জেলে ফেরত যাওয়া থেকে আটকাতে সকলে যেন লোকসভা নির্বাচনে আম আদমি পার্টিকে ভোট দেন।
দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরীবাল। অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন দিন দুয়েক আগেই। আর জেল থেকে বেরিয়েই তিনি নেমে পড়েছেন ভোট ময়দানে। রবিবার দিল্লিতে রোড শো-এ কেজরীবাল বলেন, “২০ দিন বাদে আমায় জেলে ফিরে যেতে হবে। আপনারা যদি ঝাড়ু (আপের প্রতীক)-কে বেছে নেন, তবে আমাকে আর জেলে ফিরতে হবে না।”
বিজেপিকে আক্রমণ করে কেজরীবাল বলেন, “আমায় গ্রেফতার করা হয়েছে কারণ আমি কাজ করেছি। আমার শুধুমাত্র দোষ যে আমি দিল্লি-এনসিআরের জন্য স্কুল তৈরি করেছি। আমায় ওরা জেলে পাঠিয়েছে কারণ আমি আপনাদের জন্য কাজ করেছি। বিজেপি চায় না যে দিল্লিবাসীর জন্য কোনও কাজ হোক।”
দিল্লির মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে তিহাড় জেলে তাঁকে ১৫ দিন ইনসুলিনের ইঞ্জেকশন দেওয়া হয়নি। তিনি বলেন, “আমি সকলের জন্য বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছি কিন্তু যখন আমি জেলে ছিলাম, ১৫ দিন আমায় ডায়াবেটিসের ওষুধ দেয়নি। ১৫ দিন জেলে আমি ইনসুলিন পাইনি।”
দিল্লিবাসীর উদ্দেশে কেজরীবাল বলেন, “যদি আমি জেলে ফিরে যাই, তবে বিজেপি সমস্ত কাজ বন্ধ করে দেবে। বিনামূল্যে বিদ্যুৎ বন্ধ করে দেবে, স্কুলগুলির অবস্থা আবার খারাপ করে দেবে। হাসপাতাল, মহল্লা ক্লিনিক বন্ধ করে দেবে।”
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারের জন্য শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ভোট মিটলেই, আগামী ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে।