Rahul Gandhi: ফের নয়া বিতর্ক রাহুলের, মহিলাদের যৌন নিগ্রহ নিয়ে মন্তব্যের জেরে নোটিস পাঠাল পুলিশ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Updated on: Mar 17, 2023 | 8:24 AM

Delhi Police: পুলিশের নোটিস পাওয়ার পর রাহুল গান্ধী নিজে মুখ না খুললেও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আইন মেনেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রাহুল গান্ধী এই নোটিসের জবাব দেবেন।

Rahul Gandhi: ফের নয়া বিতর্ক রাহুলের, মহিলাদের যৌন নিগ্রহ নিয়ে মন্তব্যের জেরে নোটিস পাঠাল পুলিশ
রাহুল গান্ধী। ছবি:PTI

নয়া দিল্লি: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi)। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করা নিয়ে এমনিতেই চরম বিতর্ক ও তীব্র সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেতা। এবার মহিলাদের উপরে শারীরিক নির্যাতন নিয়ে করা এক মন্তব্যের প্রেক্ষিতে রাহুলকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ (Delhi Police)। বৃহস্পতিবারই দিল্লি পুলিশের তরফে রাহুল গান্ধীকে নোটিস পাঠানো হয়। জানা গিয়েছে, ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) চলাকালীন রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “মহিলারা এখনও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন”। তার এই মন্তব্যের জেরেই নোটিস পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। দিল্লি পুলিশের তরফে একটি দীর্ঘ প্রশ্নপত্র পাঠানো হয়েছে এবং রাহুল গান্ধীকে বলা হয়েছে যে সমস্ত মহিলারা তাঁর কাছে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন, তার বিস্তারিত তথ্য জানাতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত জোড়ো যাত্রা চলাকালীন জম্মু-কাশ্মীরের শ্রীনগরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, “আমি শুনেছি মহিলারা এখনও শারীরিক নিগ্রহের শিকার হচ্ছেন”। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে শোরগোল। পুলিশের তরফে রাহুল গান্ধীরে নির্যাতিতাদের তথ্য জানাতে বলা হয়েছে, যাতে তাদের সাহায্য করা যায়।

এ দিকে, পুলিশের নোটিস পাওয়ার পর রাহুল গান্ধী নিজে মুখ না খুললেও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আইন মেনেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রাহুল গান্ধী এই নোটিসের জবাব দেবেন। কংগ্রেসের তরফে টুইট করে লেখা হয়, “প্রধানমন্ত্রী ও আদানির সম্পর্ক নিয়ে রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছেন, তাতে সরকার এত ভয় পেয়ে গিয়েছে যে পুলিশের পিছনে আশ্রয় নিচ্ছে। ৪৫ দিন হয়ে গিয়েছে ভারত জোড়ো যাত্রা শেষ হয়েছে। এখন দিল্লি পুলিশ নোটিস পাঠিয়েছে। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে যে সমস্ত মহিলারা নিগ্রহ ও শারীরিক অত্যাচারের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।”

টুইটে আরও বলা হয়, “আইন মেনেই আমরা এই নোটিসের জবাব দেব। এই নোটিস আরও একটা প্রমাণ যে সরকার আতঙ্কে রয়েছে। তাদের এই নতুন প্রচেষ্টাতেই দুর্বল গণতন্ত্র, নারী ক্ষমতায়ন, বাক স্বাধীনতা ও বিরোধীদের অবস্থান নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে।”

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla