Ritesh Tiwari: পুরভোটে বিজেপির হার! জল্পনা বাড়িয়ে এদিনই দিল্লিতে লকেট-রীতেশ বৈঠক

BJP: এর আগে গত সপ্তাহে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির আরেক 'বিদ্রোহী' নেতা শান্তনু ঠাকুর।

Ritesh Tiwari: পুরভোটে বিজেপির হার! জল্পনা বাড়িয়ে এদিনই দিল্লিতে লকেট-রীতেশ বৈঠক
দিল্লিতে লকেট চট্টোপাধ্যায় ও রীতেশ তিওয়ারি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 11:13 PM

কলকাতা: বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (MP Locket Chatterjee) সঙ্গে বৈঠক করলেন দল থেকে সাময়িক বরখাস্ত নেতা রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)। বাংলায় চার পুরযুদ্ধে বিজেপির হারের দিনই হুগলির সাংসদ লকেটের সঙ্গে রীতেশের এই বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন বিজেপির দীর্ঘদিনের পুরনো নেতা রীতেশ তিওয়ারি। সূত্রের দাবি, সোমবারই দিল্লি পৌঁছন রীতেশ। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও সেখানেই আছেন। তবে রাজধানীতে মুখোমুখি বসে বঙ্গ বিজেপির বহুল চর্চিত দুই মুখের কী আলোচনা হল তা নিয়ে কিন্তু দু’জনের কেউই কিছু বলেননি। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সোমবার চার পুরনিগমে বিজেপির ফল নিয়ে রীতেশ দিল্লিতে পরিচিত কয়েকজনের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনও শোনা যাচ্ছে, দিল্লিতে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রসঙ্গত, বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি তৈরির পর থেকেই রীতেশ তিওয়ারি দলের বিরুদ্ধে সরব হন। বঙ্গ নেতাদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। তবে বারবারই তিনি বলেছেন, বিজেপিই তাঁর দল। তাই সে দলের কোনও ক্ষতি তিনি হতে দেবেন না। প্রয়োজনে যত দূর যাওয়ার যাবেন। সোমবার থেকে সেই প্রক্রিয়াই শুরু হল কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই।

এর আগে গত সপ্তাহে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির আরেক ‘বিদ্রোহী’ নেতা শান্তনু ঠাকুর। তিনি অবশ্য শুধু নেতাই নন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে। উত্তরাখণ্ডে ভোট প্রচারে গিয়েছিলেন লকেট। সেখানেই সাংসদ শান্তনু বাংলার আরেক সাংসদ লকেটের সঙ্গে দেখা করেন। প্রচারের মঞ্চেও একইসঙ্গে দেখা যায় দু’জনকে। সূত্রের খবর, প্রচারের ফাঁকেই শান্তনু লকেটের কাছে দলের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সে সংক্রান্ত বিষয়ে জানান। সে সময়ই শোনা গিয়েছিল, লকেট নাকি বিদ্রোহী নেতাদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনও জানা গিয়েছিল, ১৪ তারিখের পর দিল্লিতে গিয়ে তিনি সেই সব নেতাদের সঙ্গে কথা বলবেন বলে শান্তনু ঠাকুরকে আশ্বস্তও করেছিলেন।

char

সোমবার ১৪ তারিখ রীতেশের দিল্লিতে যাওয়া এবং লকেটের সঙ্গে সাক্ষাৎকে দুইয়ে দুইয়ে চার করে দিচ্ছে। তবে এ নিয়ে এখনও প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। আর বাংলার বিজেপি নেতারা এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিকে বিজেপি নেতা ভাবার থেকে দল থেকে সাময়িক বরখাস্ত হওয়া নেতা ভাবতেই বেশি স্বচ্ছন্দ্য। সে কারণেই পুরনিগমের ফলাফল নিয়ে জয়প্রকাশ যখন বিজেপিকে ভাবনাচিন্তা করার পরামর্শ দিয়েছেন। পাল্টা শমীক ভট্টাচার্য বলেছেন, “এ নিয়ে কোনও মন্তব্য করব না। উনি সাময়িকভাবে বরখাস্ত। তাঁর কোনও কথায় পার্টি গুরুত্ব দেবে না।”

আরও পড়ুন: বড় খবর! আর্থিক প্রতারণায় তৃণমূলের তারকা বিধায়ক সোহমের আপ্ত সহায়ক গ্রেফতার