জঙ্গি চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, আর কখনও করতে পারবে না ডাক্তারি
Delhi Blast Update: নোটিসে স্পষ্ট বলা হয়েছে যে পুলিশের তথ্য প্রমাণ করছে যে এই চিকিৎসকরাই মূল অভিযুক্ত। সেই কারণে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হল। এই চিকিৎসকরা দেশের কোথাও চিকিৎসা প্রাকটিস করতে পারবেন না এবং মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন না।

নয়া দিল্লি: চিকিৎসকরাই নাকি জঙ্গি। দিল্লি বিস্ফোরণকাণ্ডে উঠে এসেছে একের পর এক চিকিৎসকের নাম। ঘাতক গাড়ি থেকে শুরু করে বিস্ফোরক মজুত করা, বিস্ফোরণের প্ল্যান- সবকিছুতেই জড়িত ছিলেন চার চিকিৎসক। ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে মুজাম্মিল শাকিল, শাহিন শাহিদ, আদিল খান। এবার তাদের বিরুদ্ধে আরও একটা কড়া পদক্ষেপ করা হল। বাতিল করে দেওয়া হল তাদের ডাক্তারির লাইসেন্স।
জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের তরফে বাতিল করে দেওয়া হল দিল্লি বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকা অভিযোগে ধৃত জঙ্গি আদিল খান, মুজাম্মিল শাকিল এবং শাহিন শাহিদের মেডিকেল রেজিস্ট্রেশন। ইন্ডিয়ান মেডিকেল রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল মেডিকেল রেজিস্ট্রেশন- দুটোই বাতিল করা হয়েছে।
নোটিসে স্পষ্ট বলা হয়েছে যে পুলিশের তথ্য প্রমাণ করছে যে এই চিকিৎসকরাই মূল অভিযুক্ত। সেই কারণে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হল। এই চিকিৎসকরা দেশের কোথাও চিকিৎসা প্রাকটিস করতে পারবেন না এবং মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন না। যে রাজ্যের প্রতিনিধি হিসেবে ওই চার অভিযুক্ত চিকিৎসক রেজিস্ট্রেশন পেয়েছিলেন, সেই রাজ্যগুলিকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে জাতীয় স্বাস্থ্য কাউন্সিল।
সমস্ত রাজ্যের মেডিক্যাল কাউন্সিলকে তাদের রেকর্ড আপডেট করতে বলা হয়েছে যাতে কোনও পরিস্থিতিতেই এই তিনজন আর কখনও মেডিক্যাল প্রাকটিস করতে না পারে।
চতুর্থ যে চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, তিনি হলেন ডঃ উমর নবি। দিল্লি বিস্ফোরণে যেহেতু এই চিকিৎসকই আত্মঘাতী হামলাকারী ছিল এবং তাঁর মৃত্যু হয়েছে বিস্ফোরণে, তাই তার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে।
