AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: বর্ধমানের মেয়েকে বিয়ে করেছেন ইউনূস, তাহলে এত ভারতবিদ্বেষ কেন ‘ভারতের জামাইয়ের’?

Muhammad Yunus Marriage: মহম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ভেরা ফরেস্তেনকোর সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে আফরোজির সঙ্গে পরিচয় হয়। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গবেষক ছিলেন আফরোজি। সেখান থেকেই প্রেম, বিয়ে।

Muhammad Yunus: বর্ধমানের মেয়েকে বিয়ে করেছেন ইউনূস, তাহলে এত ভারতবিদ্বেষ কেন 'ভারতের জামাইয়ের'?
স্ত্রী-কন্যার সঙ্গে মহম্মদ ইউনূস।Image Credit: Don Logan/WireImage/Getty Images
| Updated on: Dec 18, 2024 | 12:15 PM
Share

কলকাতা: ভারতের বিরুদ্ধে বিষ উগরেই চলেছে বাংলাদেশ। নির্বিচারে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে। সবকিছু দেখেও চোখ বন্ধ সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। ভারতের অবদান স্বীকার করতেও আপত্তি তাঁর। এদিকে, ভারতের সঙ্গেই তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক। বাংলার জামাই মহম্মদ ইউনূস। জানতেন এই তথ্য?

নোবেল জয়ের পর ভারতে এসেছিলেন মহম্মদ ইউনূস। তবে তাঁর এ দেশের সঙ্গে সম্পর্ক আগে থেকেই। কারণ তাঁর স্ত্রীর বাড়ি ভারতে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে, বর্ধমান শহরের রানিগঞ্জ বাজার এলাকায়। মহম্মদ ইউনূসের দ্বিতীয় স্ত্রী আফরোজি ইউনূসের বেড়ে ওঠা এখানেই।

মহম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ভেরা ফরেস্তেনকোর সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে আফরোজির সঙ্গে পরিচয় হয়। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গবেষক ছিলেন আফরোজি। সেখান থেকেই প্রেম, বিয়ে। ইউনূসের সঙ্গে বিয়ের পরে তিনি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ে এসে কাজ শুরু করেন।

বিয়ের পরও ইউনূস ভারতে এসেছেন। অগস্ট মাসে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মহম্মদ ইউনূসের নাম সামনে আসে, তখন খুশির হাওয়া বয়েছিল বর্ধমানের বাড়িতেও। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ ইউনূসের শ্যালক আসফাক হোসেন জানিয়েছিলেন, জামাইবাবু (মহম্মদ ইউনূস) শুটকি মাছ খেতে খুব ভালবাসেন। তবে সব খাবারই কম পরিমাণে খান।

বাংলাদেশে প্রতিবছরই যান আফরোজির পরিবার। নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের।