AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakesh Pal: প্রয়াত ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি রাকেশ পাল

Indian Coast Guard: দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোকপ্রকাশ করে এক্স হ্য়ান্ডেলে লেখেন, 'চেন্নাইয়ে আজ প্রয়াত হয়েছেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি রাকেশ পাল। তিনি এক যোগ্য নেতা, যাঁর নেতৃত্বে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দৃঢ়তার সঙ্গে উপকূল নিরাপত্তায় ভূমিকা পালন করে এসেছে। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।'

Rakesh Pal: প্রয়াত ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি রাকেশ পাল
প্রয়াত ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল রাকেশ পাল।
| Updated on: Aug 18, 2024 | 9:54 PM
Share

নয়া দিল্লি: প্রয়াত হলেন ভারতীয় কোস্ট গার্ডের (ICG) ডিরেক্টর জেনারেল রাকেশ পাল। রবিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। গত বছর ১৯ জুলাই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি পদে বসেন রাকেশ পাল। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ২৫তম ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। জানা গিয়েছে, এদিন অসুস্থ হওয়ার পর সঙ্গে সঙ্গে রাকেশ পালকে চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। দিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর। তাঁর প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকবার্তা দেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমির ছাত্র ছিলেন রাকেশ পাল। কোচির ইন্ডিয়ান নেভাল স্কুল দ্রোণাচার্য থেকে ‘গানারি ও ওয়েপন সিস্টেম’-এ বিশেষ প্রশিক্ষণ নেন তিনি। ব্রিটেন থেকে ইলেকট্রো-অপ্টিক্স ফায়ার কন্ট্রোল সলিউশন কোর্সও করেন। আইসিজির প্রথম ‘গানার’ হিসাবে স্বীকৃতিও রয়েছে তাঁর।

১৯৮৯ সালের জানুয়ারি মাসে আইসিজিতে যোগ দেন তিনি। ২০২৩ সালের জুলাই মাসে ডিজি পদে বসেন। একাধিক সম্মানেও ভূষিত হয়েছেন রাকেশ পাল। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি হওয়ার আগেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স হ্য়ান্ডেলে লেখেন, ‘আজ চেন্নাইয়ে প্রয়াত হয়েছেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি রাকেশ পাল। তিনি এক যোগ্য নেতা, যাঁর নেতৃত্বে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দৃঢ়তার সঙ্গে উপকূল নিরাপত্তায় ভূমিকা পালন করে এসেছে। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’