Ayodhya Deepotsav: ২৬ লক্ষ প্রদীপে আলোকিত সরযূ, এই দৃশ্য ভোলার নয়! দীপাবলিতে গিনেস বুকে জোড়া রেকর্ড যোগী সরকারের
Guinness World Records: এবার জোড়া রেকর্ড গড়েছে উত্তর প্রদেশ। দীপোৎসবের পাশাপাশি একসঙ্গে ২ হাজার ১২৮ জন আরতি করেও বিশ্ব রেকর্ড গড়েছেন। বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট নিয়ে ছবি পোস্ট করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

লখনউ: দীপাবলি মানেই আলোর উৎসব। সেই উৎসবকে আরও উজ্জ্বল করে তুলল রামের জন্মভূমি অযোধ্যা। দীপাবলির আগেই দীপোৎসবের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জোড়া রেকর্ড গড়লেন উত্তর প্রদেশের বাসিন্দারা। সরযূ নদীর দুই তীর সেজে উঠল ২৬ লক্ষ প্রদীপে। একসঙ্গে ২ হাজারেও বেশি মানুষ আরতি করলেন।
দীপাবলিতে আগেও রেকর্ড গড়েছে উত্তর প্রদেশ। অযোধ্যায় সরযূ নদীর তীরে ধুমধাম করে পালিত হয় দীপোৎসব। জ্বালানো হয় লাখ লাখ প্রদীপ। গত বছরও গিনেস বুকে নাম তুলেছিল অযোধ্যা। এবার সেই রেকর্ড ভাঙল তারাই। একসঙ্গে ২৬ লক্ষ ১৭ হাজার প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল উত্তর প্রদেশ সরকার। ড্রোনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রদীপ গুনেছে।
Uttar Pradesh CM Yogi Adityanath tweets, “In the ‘Ramamaya’ Shri Ayodhya Dham today, the shimmering light of 2,617,215 lamps has created a world record, reigniting the eternal radiance of Sanatan culture. ‘Deepotsav-2025’ is that festival of devotion, penance, and resolve, where… pic.twitter.com/RCMrXnV468
— ANI (@ANI) October 19, 2025
তবে একটা নয়, এবার জোড়া রেকর্ড গড়েছে উত্তর প্রদেশ। দীপোৎসবের পাশাপাশি একসঙ্গে ২ হাজার ১২৮ জন আরতি করেও বিশ্ব রেকর্ড গড়েছেন। বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট নিয়ে ছবি পোস্ট করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
दिव्य, भव्य, अलौकिक!
प्रभु श्री राम जी की पावन नगरी अयोध्या आज अद्भुत प्रकाश और आस्था के संगम में डूबी हुई है।
दीपोत्सव-2025 का यह भव्य दृश्य केवल आँखों को ही नहीं, बल्कि आत्मा को भी आलोकित कर रहा है।
जय श्री राम! 🚩 pic.twitter.com/zir2QthEl5
— मनोज राणा (@ranamanoj1326) October 20, 2025
রবিবার বিকেল ৫টা থেকে অযোধ্যায় সরযূ নদীর তীরে এই অনুষ্ঠান শুরু হয়। চলে রাত ৮টা পর্যন্ত। প্রদীপ জ্বালানো, আরতির পাশাপাশি লাইট অ্যান্ড সাউন্ড শো এবং আতশবাজির প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছিল। রামায়ণ অভিনয় করে দেখানো হয়। শ্রীরাম, লক্ষ্ণণ ও সীতার আরতি করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি পুষ্পক রথের দড়িতেও টান দেন।
#WATCH | Uttar Pradesh: Drone show underway at Ram Ki Paidi on the banks of the River Saryu in Ayodhya. UP CM Yogi Adityanath also present.#Deepotsav
(Source: ANI/UP Govt) pic.twitter.com/roblto6TjX
— ANI (@ANI) October 19, 2025
জানা গিয়েছে, দীপোৎসবে অংশ নিতে ৩৩ হাজার ভলান্টিয়ার যোগ দিয়েছিলেন। তারাই ২৬ লক্ষ প্রদীপ জ্বালিয়েছেন। রামলীলা অভিনয় করতে ৫টি দেশ থেকে শিল্পীরা এসেছিলেন।
