Vice President: তামিলনাড়ু থেকেই কি উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে বিরোধীরা? সোম সন্ধেয় বৈঠকে খাড়্গেরা
Vice President: সোমবার সন্ধেয় নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বৈঠকে বসছেন ইন্ডি জোটের নেতারা। সেখানে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী নিয়ে আলোচনা হবে।

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২২ অগস্ট। রবিবারই এনডিএ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে এনডিএ প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, সেজন্য বিরোধীদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। তবে বিরোধীরা প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এনডিএ-র মতো বিরোধী শিবিরও তাদের প্রার্থী তামিলনাড়ু থেকে করতে চলেছে। সূত্রের খবর, তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র রাজ্যসভার সাংসদ তিরুচি শিবাকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করতে পারে বিরোধীরা।
গত ২১ জুলাই আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ায় এই নির্বাচন হচ্ছে। গতকাল জেপি নাড্ডা ঘোষণা করেছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হচ্ছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। তিনি তামিলনাড়ুর ভূমিপুত্র। রাধাকৃষ্ণণের নাম ঘোষণার পর নাড্ডা বলেন, বিরোধী দলগুলির সঙ্গে তাঁরা আলোচনা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে রাধাকৃষ্ণণ উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন, সেই চেষ্টা শুরু করেছে বিজেপি। এমনিতেই, সংখ্যার বিচারে এনডিএ প্রার্থীর জয় কার্যত নিশ্চিত। তবু বিজেপি চেষ্টা করছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের প্রার্থীকে জয়ী করতে।
ইন্ডি জোট এখনও পর্যন্ত বিজেপির আহ্বানে সাড়া দেওয়ার কোনও ইঙ্গিত দেয়নি। বরং সোমবার সন্ধেয় নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বৈঠকে বসছেন ইন্ডি জোটের নেতারা। সেখানে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী নিয়ে আলোচনা হবে। এনডিএ-র মতো বিরোধীরাও চায়, তামিলনাড়ুর কোনও নেতা উপরাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী হোক। সূত্রের খবর, ডিএমকে-র রাজ্যসভার সাংসদ তিরুচি শিবাকে এক্ষেত্রে পছন্দ বিরোধীর নেতাদের।
পরের বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনেও আঞ্চলিক রাজনীতিকে মাথায় রাখছে দুই শিবিরই। আবার উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, রাধাকৃষ্ণণ উপরাষ্ট্রপতি হলে তাঁদের দল খুশিই হবে। তবে তিনি জানান, নির্বাচন হবে। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদের লড়াইয়ে ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তবে বিরোধীরা শেষপর্যন্ত প্রার্থী দেয় কি না, কিংবা কাকে প্রার্থী করে, সেটাই দেখার।

