মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর, ভয়াবহ দৃশ্যে শিহরিত দেশ

উত্তরকাশিতে নদীর (River) ধারে মৃতদেহ খুবলে খেল কুকুর। স্থানীয় মানুষেরা আতঙ্কগ্রস্ত। ঘটনার জেরে চাঞ্চল্য

মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর, ভয়াবহ দৃশ্যে শিহরিত দেশ
ছবি: এএনআই
Follow Us:
| Updated on: Jun 01, 2021 | 8:16 PM

উত্তরকাশি: করোনার জেরে বেসামাল সারা দেশ। এবার মৃত্যুর হার বেড়ে যাওয়ায় গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। মৃতদেহ ভাসানোর শীর্ষে উত্তরপ্রদেশ ও বিহার। দিন দুয়েক আগেই উত্তরপ্রদেশের রাপ্তি নদীর ব্রিজ থেকে গঙ্গায় মৃতদেহ ছুঁড়ে ফেলার ছবি সবার নজরে এসেছে। এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশিতে নদীর ধারে মৃতদেহ খুবলে খেল কুকুর (Dog)। এমন দৃশ্য দেখে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা।

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, মৃতদেহগুলি কোভিড আক্রান্তদের। গত কয়েকদিন বৃষ্টিতে ভাগীরথী নদীর জল বেড়ে যাওয়ায় মৃতদেহগুলি ঘাটে এসে ঠেকেছে। ভাগীরথীর নদীর কেদার ঘাটে বহু মৃতদেহ জমা হয়েছে। তার মধ্যে কোনওটি আধপোড়া কোনওটি আবার পচে গিয়েছে। সেগুলোই খুবলে খাচ্ছে কুকুর। ঘটনাটি নিয়ে স্থানীয় মানুষেরা আতঙ্কগ্রস্ত।

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত সারা দেশ। এমন পরিস্থিতিতে ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল উত্তরাখণ্ড। ঘটনাটি সামনে আসার পর স্থানীয় মিউনিপ্যালিটির পক্ষ থেকে লোক নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, তারা কেদার ঘাট থেকে মৃতদেহগুলি সরিয়ে সৎকারের কাজ করবে।

মিউনিসিপ্যাল কর্পোরেশনের সভাপতি রমেশ সেমওয়াল বলেন, “অভিযোগ পেয়েই লোক নিয়োগ করা হয়েছে। ওই মৃতদেহ দেহগুলি কীভাবে এবং কোথা থেকে ভেসে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গত কয়েক দিনে বহু মানুষের মৃত্যু হয়েছে করোনায়। দেহগুলি সৎকার করার নির্দেশ দিয়েছি।” দ্রুতই সমাধান হবে বলে তিনি স্থানীয় মানুষদের আশ্বস্ত করেন।

আরও পড়ুন: এ যেন নেই-হাসপাতাল! বাথরুমের ধারে শুয়ে নগ্ন কোভিড রোগীরা