Manu Bhaker meets Jyotiraditya Scindia: অলিম্পিকে জোড়া পদকজয়ী মনুকে গণেশ মূর্তি ‘উপহার’ জ্যোতিরাদিত্যর

Manu Bhaker meets Jyotiraditya Scindia: প্যারিস অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দেন মনু ভাকেরই। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান তিনি। প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক পেয়ে ইতিহাসের পাতায় নাম তোলেন। সেখানেই তিনি থেমে থাকেননি। অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদক অর্জন করে কীর্তিও গড়েন।

Manu Bhaker meets Jyotiraditya Scindia: অলিম্পিকে জোড়া পদকজয়ী মনুকে গণেশ মূর্তি 'উপহার' জ্যোতিরাদিত্যর
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করেন মনু ভাকের
Follow Us:
| Updated on: Aug 09, 2024 | 8:24 PM

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতেছেন। জোড়া ব্রোঞ্জ পেয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় শুটার মনু ভাকের। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উচ্ছ্বসিত প্রশংসা করলেন ভারতীয় এই শুটারের।

শুক্রবার দিল্লিতে জ্যোতিরাদিত্যর সঙ্গে তাঁর দফতরে দেখা করেন মনু ভাকের। ভারতীয় এই শুটারের সঙ্গে ছিলেন তাঁর কোচ জসপাল রানা এবং বাবা-মা। মনুর প্রশংসা করার পাশাপাশি তাঁর হাতে একটি গণেশ মূর্তি তুলে দেন জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া।

প্যারিস অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দেন মনু ভাকেরই। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান তিনি। প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক পেয়ে ইতিহাসের পাতায় নাম তোলেন। সেখানেই তিনি থেমে থাকেননি। অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদক অর্জন করে কীর্তিও গড়েন।

১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পাওয়ার পর মনু ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংয়ের সঙ্গে নেমেছিলেন। সেখানেও মনু পান ব্রোঞ্জ। এরপর ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালেও উঠেছিলেন মনু। পদকের হ্যাটট্রিক করা হয়নি তাঁর। ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেন মনু।

প্যারিস অলিম্পিকে ভারত পাঁচটি পদক জিতেছে। চারটি ব্রোঞ্জ ও একটি রুপো। আর এক ভারতীয় শুটার স্বপ্নিল কুশাল ব্রোঞ্জ পান। ভারতীয় হকি টিমও ব্রোঞ্জ জেতে। বৃহস্পতিবার গভীর রাতে পুরুষদের জ্যাভলিং থ্রোতে রুপো পান নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা পেয়েছিলেন তিনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)