AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi-BR Ambedkar: মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, মোদীর সুশাসনের মন্ত্র আম্বেদকরের শিক্ষাই

PM Modi's Governance: প্রধানমন্ত্রী হিসাবেও নরেন্দ্র মোদী নানা কাজের মাধ্যমে দেশ তথা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন বাবা সাহেব আম্বেদকরের জীবন ও দর্শনের উপরে। তা সে পঞ্চ তীর্থ তৈরিই হোক বা লন্ডনে আম্বেদকর মেমোরিয়াল তৈরি কিংবা ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার তৈরি।

PM Modi-BR Ambedkar: মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, মোদীর সুশাসনের মন্ত্র আম্বেদকরের শিক্ষাই
আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী মোদীর।Image Credit: PTI
| Updated on: Dec 07, 2025 | 6:37 AM
Share

নয়া দিল্লি: বিগত এক দশকে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র সীমা থেকে উঠে এসেছে।  এই স্বপ্নই তো দেখেছিলেন বাবা সাহেব আম্বেদকর (Dr. B R Ambedkar)। সংবিধানের দ্বারা গরিব মানুষের জীবনের উন্নতি করতে চেয়েছিলেন। ডঃ বি আর আম্বেদকর যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, তারই প্রতিচ্ছবি যেন ধরা পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র শাসনে। বাবা সাহেব আম্বেদকর যেমন সামাজিক ন্যায়বিচার, সমতা ও সম্মানের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যও এক। “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” উদ্যোগ দেশকে সেই গণতান্ত্রিক পথেই এগিয়ে যাচ্ছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী যখন ছিলেন নরেন্দ্র মোদী, সেই সময় শতাধিক উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। চালু করা হয়েছিল শিক্ষা, গৃহ, সাফাই থেকে অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নানা প্রকল্প। তিনি আম্বেদকর ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, বাবাসাহেব আম্বেদকরের মূর্তি উন্মোচন ও সংবিধান যাত্রারও আয়োজন করেছিলেন। ২০০৭ সালে স্বচ্ছ গুজরাট মহা অভিযানের সূচনা করেছিলেন আম্বেদকর জয়ন্তীতেই।

প্রধানমন্ত্রী হিসাবেও নরেন্দ্র মোদী নানা কাজের মাধ্যমে দেশ তথা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন বাবা সাহেব আম্বেদকরের জীবন ও দর্শনের উপরে। তা সে পঞ্চ তীর্থ তৈরিই হোক বা লন্ডনে আম্বেদকর মেমোরিয়াল তৈরি কিংবা ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার তৈরি। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার সংবিধান দিবসের ঘোষণা করে বাবা সাহেব আম্বেদকরের কাজকে সম্মান জানিয়ে।

প্রধানমন্ত্রী মোদী বাবা সাহেবকে দেশের অন্যতম প্রধান অর্থনীতিবিদ বলেই উল্লেখ করে এসেছেন। অর্থনীতি নিয়ে তাঁর লেখনী বর্তমান সময়ের সমস্যাও সমাধান করতে পারে বলে সকলকে জানিয়েছেন। জনজাতি, উপজাতির জীবন উন্নয়নে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। এমনকী, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করে জম্মু-কাশ্মীরকে বাকি  দেশের সঙ্গে যুক্ত করেছেন এবং সেখানকার সংখ্যালঘুদেরও সমান সুযোগ দিয়েছেন।