Sikkim Flood: তিস্তায় হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি, নিখোঁজ ২৩ জওয়ান
উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সেনা ছাউনি। নিখোঁজ প্রায় ২৩ সেনা জওয়ান। তলিয়ে গেছে একাধিক সেনার গাড়ি।
সিকিমের চুংথামে ব্যাপক জলস্ফীতি। লোনার লেকের প্রাচীর ভেঙে জল ঢুকে পড়েছে গ্রামে। এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সেনা ছাউনি। নিখোঁজ প্রায় ২৩ সেনা জওয়ান। তলিয়ে গেছে একাধিক সেনার গাড়ি। একটি সেতুও ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।
সেনার তরফে জানা গিয়েছে, আজ সিংতামে যে সেনার ছাউনি ছিল সেই ছাউনিতে জল প্রবেশ করে। রীতিমত জলের তাণ্ডব চলে সেখানে। তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। খোঁজ মিলছে না ২৩ জওয়ানের। তাঁরা ভেসে গিয়েছে নাকি পাহাড়ের খাদে পড়ে গিয়েছে তা জানতে পারা যায়নি। শুরু হয়েছে তল্লাশি। এর মধ্যে আবার ধস নামতে শুরু হয়েছে। এত বড় ঘটনা সিকিমের বুকে এই প্রথম জানাচ্ছেন সেনাবাহিনী।
যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষকে রক্ষা করেন সেনাবাহিনীর জওয়ানরা। এবার তাঁদের উপরই আঘাত আসায় আতঙ্কে সকলে। এ দিকে, এত বড় বিপর্যয়ের মুখে বাংলা কোনওদিন পড়েছে বলে মনে হয় না। এর আগে ২০১৩ সালে উত্তরাখণ্ড বিপর্যয় দেখেছিল গোটা ভারত। এবার সিকিমের এই ভয়াবহ পরিস্থিতির মুখে সকলে।